বৃত্তান্ত

অদিতি
কবিতা
Bengali
বৃত্তান্ত

বৃত্তান্ত

কত নিখুঁতভাবে সাজানো সব কোণ
কাঁটার আহ্লাদে মিশে যায় গোলাপের অভিযোজন

ভোরের আলোয় যেভাবে মেশে সোহাগী রাত
জোছ্না হারিয়ে একা জেগে থাকে পূর্ণিমা চাঁদ

মনের প্রশ্রয়ে নি:শ্বাসে ছুঁয়ে যায় নি:শ্বাস
শরীর জুড়ে অধ্যায়ে সাজে উপন্যাস

কফিনে পেরেক ঠুকে বন্দি করি ক্ষত
দাগ ঠিকই থেকে যায় গভীর ছিল যত

তাই তো এ পথ চলা, কথা বলা, থেমে যাওয়া
যেটুকু দেওয়ার ছিল, সেটুকুই ফিরে পাওয়া।

 

একদিন

একদিন সবকিছু ঠিকের পরে
সব বেঠিক হয়ে যায়;
প্রিয় জন্ম দুরূহ হয়ে ওঠে
দীক্ষামন্ত্র ভুলে যায় তার ওম
অলিন্দ থেকে খসে যায় হৃদয়
দীর্ঘশ্বাস হারায় তার জমানো ব্যথা।

একদিন দুর্বাসা ফিরিয়ে নেয় অভিশাপ
মিথ্যে হয়ে যায় শকুন্তলারা
মহুয়া বিকেল আর ঝিম ধরায় না শিরায়;
কাছিমের আয়ু ইতিহাস ভুলে
সাক্ষী হয় যুগান্তরের
পৃথিবী ভুলে যায় মানুষের যাতায়াত;

একদিন সবাই ভুলে যায় সব হাহাকার।

 

অদিতি। কবি ও বাচিকশিল্পী। অদিতি নামে লেখালিখি করলেও তাঁর পুরো নাম অদিতি রায়চৌধুরী। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের উত্তরবঙ্গের কোচবিহারে। বর্তমান নিবাস কলকাতা। প্রকাশিত বই: 'অনাঘ্রাতা' (কাব্যগ্রন্থ, ২০২১), দোয়াব (কাব্যগ্রন্থ, ২০২২)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..