বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
বৃত্তান্ত
কত নিখুঁতভাবে সাজানো সব কোণ
কাঁটার আহ্লাদে মিশে যায় গোলাপের অভিযোজন
ভোরের আলোয় যেভাবে মেশে সোহাগী রাত
জোছ্না হারিয়ে একা জেগে থাকে পূর্ণিমা চাঁদ
মনের প্রশ্রয়ে নি:শ্বাসে ছুঁয়ে যায় নি:শ্বাস
শরীর জুড়ে অধ্যায়ে সাজে উপন্যাস
কফিনে পেরেক ঠুকে বন্দি করি ক্ষত
দাগ ঠিকই থেকে যায় গভীর ছিল যত
তাই তো এ পথ চলা, কথা বলা, থেমে যাওয়া
যেটুকু দেওয়ার ছিল, সেটুকুই ফিরে পাওয়া।
একদিন
একদিন সবকিছু ঠিকের পরে
সব বেঠিক হয়ে যায়;
প্রিয় জন্ম দুরূহ হয়ে ওঠে
দীক্ষামন্ত্র ভুলে যায় তার ওম
অলিন্দ থেকে খসে যায় হৃদয়
দীর্ঘশ্বাস হারায় তার জমানো ব্যথা।
একদিন দুর্বাসা ফিরিয়ে নেয় অভিশাপ
মিথ্যে হয়ে যায় শকুন্তলারা
মহুয়া বিকেল আর ঝিম ধরায় না শিরায়;
কাছিমের আয়ু ইতিহাস ভুলে
সাক্ষী হয় যুগান্তরের
পৃথিবী ভুলে যায় মানুষের যাতায়াত;
একদিন সবাই ভুলে যায় সব হাহাকার।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..