প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কনিকাই আলো, বৃষ্টিমরাল যখন জলের শম্পারা
মিশ্রিতপ্রায় তুমি # তোমাদের সেরিকালচার # মাছ নিয়ে
কাঁটাচামচের হেঁয়ালি নিয়ে
হাসাহাসি
#
পরে লো-ভোল্টেজ হয়ে যায়
মৃদু সে সব খুলছে এমন
মহিলা হয়ে উঠবে এমন খোলা অকাতর সূচি
আর শব্দটা ঝর ঝর # শব্দটায় টিমরঙের স্পিরিট
হাসিগুলো টো টো টো
#
বৃষ্টি না মীনাবরী, নাকি চুমু থেকে বেরিয়ে যাওয়া স্পটেড ডিয়ার
তুমিও কিরকম যেন
হাসলে চোখের কোন দিয়ে, কি যে হল, জলরঙ চলে গেল
টিমগেমে
#
কিছুটা বারপোস্ট মুছে দিচ্ছে বর্ষা যখন…
জল নিয়েই মেঘে কিরকম টানা বারান্দার ক্লিক
দুঃখ, সেতো জানলার
বর্ষাতি নিয়ে আবার কথা বলছে যখন শব্দে তখনই ছপ ছপ
জল ক’রে ক’রে যে চোখ হয়
চেরা থ্রু
এবার বিভাগ হবে বারান্দায়
এবার কয়েকটা টানা রিক্সায় সেরা হবে ঘাম’কে হারিয়ে দেয়া চ্ছাস
#
উ বাদ গেল
উট অত বৃষ্টি জানেনা বলে
#
কিছুই জানেনা ব’লে বৃষ্টিই জিতলো আবার…
কে আমি
চৌমাথায় জিও জিও
আমি কে
জকির টাকরায় বাঁধা বিন তেরে
আসে আসে
লা এর পরে ল্যা এর পরে গানটুকরো চাঁদ
কি মিছিল দূরের
কে
কারা জল নিয়ে গেল ড্রইংরুমে
শোয়ালো
আমি চাঁদের টাইভাঙা গোল দেখলাম
কে দিল
জল খসরু হয়ে গেল, খসরু আমীর
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..