প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
খেলাপি জীবন
সবই স্মৃতির মত
অনবরত
সময়ের সাথে সাথে
রুপান্তরের বিবশ পথে
ক্রমাগত পিছু হটে
কালদীর্ণ দৃশ্যপটে
সেদিন নম্র স্রোতে থাকি
মনস্তাপের ক্রুটি-বিচ্যুতি
ভগ্নস্তূপে সোজাসুজি
দস্তাবেজে ছড়িয়ে দেয়
বর্ণময় যৌথ পুঁজি,
স্মৃতিভ্রংশ অবচেতনে
ভেসে চলে
খেলাপি জীবনের গহীনে
পিতৃ-প্রেম
একটা জীবন খুজি
পিতার মত সহজ-সরল,
স্বতোজ্জ্বল জীবনের সিঁড়ি
তুলে নেয় আনন্দে অবিরল
সময়ের দৃষ্টিজাল
অমৃত পুত্রের মত বিশাল
মৃত্যুর স্মৃতি ভুলে
ভালোবাসার আঙুলে
সরলরেখার ছুড়ে মারে
স্বপ্নমুখী প্রান্তরে
একটা জীবন
জলের মত সরল ;
প্রভুর সান্নিধ্যে অবিরল
কেবল পিতার লক্ষ্যে ছুটে
ভালোবাসার সুনীল করপুটে
বেঁচে আছি
বেঁচে আছি–
মাঝে মাঝে দারুণ লাগে,
সংশয়ের সাথে হেঁটে–
জ্বলন্ত সিগারেট ঠোঁটে
নিশ্চিত দৌড়াই
ইচ্ছের মাঠে–
ইচ্ছেমাফিক, অবিরত,
হারানোর ক্ষতি
না পাওয়ার ক্ষত
সব কিছু ফেলে–
বয়সের গন্ধ, আত্মার স্পন্দন
সোডিয়াম আলোতে
হেঁটে যাওয়া জীবন
অপেক্ষার বৃষ্টিতে ভেজে
ইচ্ছের ছায়া ছুঁয়ে
অবাক ঠিকানায়
দিয়ে যায়
স্মৃতির প্রাচীন কম্পন–
হারিয়ে যাওয়া
বিশ্বাসী কথোপকথন
মৌলিক ভুল
মনে পড়ে যায়,
বদলে যাবার চমৎকার
ইচ্ছেরা হারায়–
অনিচ্ছার ভেতর;
হারানো সব দীর্ঘশ্বাস
আর মানবিক প্রকাশ
হুলুস্থূল আটকায়
বিশুদ্ধ বসবাস
চাওয়ার দেয়ালে ফাটল
চকচকে উজ্জ্বল
বদলে যাওয়া দেখে
অপেক্ষারা শেখে—
আলোকবর্তিতার জীবন
যেন আমবস্যার ভেতর চন্দ্রগ্রহন—
তারপরও ইচ্ছেরা ঘুরে
ঐন্দ্রজালিক দৈবের চরাচরে
একটিবার ভুল করে
শুদ্ধতা যদি আসে
মৌলিক ভুলের ভেতরে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..