দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
লাশকাটা ঘরে শুয়ে আছে যে সে তোমার কেউ নয়।
অথচ তুমিও শুয়ে আছ পাশে।
হাতে বাঁধা স্টিকার।
তোমার পাশে শুয়ে আর একজন, তার পাশে এক, তার পাশে এক….
তুমি পাঁচ সে ছয় ও নয়, এগারো আঠেরো…
যাদের খোঁজে এখন আত্মীয় অনাত্মীয় অসহায় তারা নম্বরহীন।
আর একদল বেঁচে ফিরেছে কোনক্রমে তারাও।
সব্বাই।
একযোগে ছুটে যাচ্ছ সভ্য পৃথিবী থেকে দূরে,
যেখানে অবাঞ্ছিত হেডফোন নেই
সেলফি নেই
চ্যাট নেই
ব্যস্ততা নেই
একটু উষ্ণতার জন্য
একটু অপেক্ষার জন্য।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..