বেঁচে আছি?

তীর্থপতি গুপ্ত
কবিতা
Bengali
বেঁচে আছি?

বেঁচে আছি?

লাশকাটা ঘরে শুয়ে আছে যে সে তোমার কেউ নয়।
অথচ তুমিও শুয়ে আছ পাশে।
হাতে বাঁধা স্টিকার।
তোমার পাশে শুয়ে আর একজন, তার পাশে এক, তার পাশে এক….
তুমি পাঁচ সে ছয় ও নয়, এগারো আঠেরো…
যাদের খোঁজে এখন আত্মীয় অনাত্মীয় অসহায় তারা নম্বরহীন।
আর একদল বেঁচে ফিরেছে কোনক্রমে তারাও।
সব্বাই।
একযোগে ছুটে যাচ্ছ সভ্য পৃথিবী থেকে দূরে,
যেখানে অবাঞ্ছিত হেডফোন নেই
সেলফি নেই
চ্যাট নেই
ব্যস্ততা নেই
একটু উষ্ণতার জন্য
একটু অপেক্ষার জন্য।

তীর্থপতি গুপ্ত। কবি ও চিকিৎসক। পেশায় ফিজিওথেরাপিস্ট হলেও নেশায় কবিতা, ক্যামেরা, কালার। নিজেকে যখন দমবন্ধ লাগে তখন কবিতাই প্রাণ দেয়। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেই জন্ম কর্ম ও বেড়েওঠা। তাঁর মতে, একটু ভালো থাকা একটু ভালো রাখার জন্যই বেঁচে থাকা,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ