আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
লাশকাটা ঘরে শুয়ে আছে যে সে তোমার কেউ নয়।
অথচ তুমিও শুয়ে আছ পাশে।
হাতে বাঁধা স্টিকার।
তোমার পাশে শুয়ে আর একজন, তার পাশে এক, তার পাশে এক….
তুমি পাঁচ সে ছয় ও নয়, এগারো আঠেরো…
যাদের খোঁজে এখন আত্মীয় অনাত্মীয় অসহায় তারা নম্বরহীন।
আর একদল বেঁচে ফিরেছে কোনক্রমে তারাও।
সব্বাই।
একযোগে ছুটে যাচ্ছ সভ্য পৃথিবী থেকে দূরে,
যেখানে অবাঞ্ছিত হেডফোন নেই
সেলফি নেই
চ্যাট নেই
ব্যস্ততা নেই
একটু উষ্ণতার জন্য
একটু অপেক্ষার জন্য।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..