বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
লাশকাটা ঘরে শুয়ে আছে যে সে তোমার কেউ নয়।
অথচ তুমিও শুয়ে আছ পাশে।
হাতে বাঁধা স্টিকার।
তোমার পাশে শুয়ে আর একজন, তার পাশে এক, তার পাশে এক….
তুমি পাঁচ সে ছয় ও নয়, এগারো আঠেরো…
যাদের খোঁজে এখন আত্মীয় অনাত্মীয় অসহায় তারা নম্বরহীন।
আর একদল বেঁচে ফিরেছে কোনক্রমে তারাও।
সব্বাই।
একযোগে ছুটে যাচ্ছ সভ্য পৃথিবী থেকে দূরে,
যেখানে অবাঞ্ছিত হেডফোন নেই
সেলফি নেই
চ্যাট নেই
ব্যস্ততা নেই
একটু উষ্ণতার জন্য
একটু অপেক্ষার জন্য।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..