প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
লাশকাটা ঘরে শুয়ে আছে যে সে তোমার কেউ নয়।
অথচ তুমিও শুয়ে আছ পাশে।
হাতে বাঁধা স্টিকার।
তোমার পাশে শুয়ে আর একজন, তার পাশে এক, তার পাশে এক….
তুমি পাঁচ সে ছয় ও নয়, এগারো আঠেরো…
যাদের খোঁজে এখন আত্মীয় অনাত্মীয় অসহায় তারা নম্বরহীন।
আর একদল বেঁচে ফিরেছে কোনক্রমে তারাও।
সব্বাই।
একযোগে ছুটে যাচ্ছ সভ্য পৃথিবী থেকে দূরে,
যেখানে অবাঞ্ছিত হেডফোন নেই
সেলফি নেই
চ্যাট নেই
ব্যস্ততা নেই
একটু উষ্ণতার জন্য
একটু অপেক্ষার জন্য।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..