শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
কেউ তার নাম বলতে পারেনি, বাড়ি কোথায়
কি বিষয়- আশয় কেউ তা জানেনা
নিস্তব্ধ এক মৃত দেহ হয়ে তার এই পড়ে থাকা।
প্লাটফর্মে ট্রেনের যাওয়া- আসা যাত্রী সাধারণ ওঠানামা
হকারের চিৎকার
তিনি নির্বিকার প্লাস্টিক পেপারে মোড়া
শুয়ে থাকা এক জীবন,
এখন বেওয়ারিশ লাশ।
হেটে যেতে যেতে যাত্রী কি পথচারী
ভবঘুরে কি ভদ্রলোক উঁকি মারে সকলে
কৌতুহলে জিজ্ঞেস করে ‘ট্রেনে কাটা?’ সময়ের সাথে
চলে সমাজের বোঝাপড়া।
বিকেল গড়িয়ে রাত বাড়ি ফেরে
বাতাসে লাশের পচা গন্ধ ছড়িয়ে ভন ভন করে
উড়ে মাছি, কেউ এসে প্লাস্টিকের বাঁধন খুলে
মুখ দেখে, দেখে প্রিয়জন পরিচিতজন কিনা, কেউ এসে
মোমবাতি জ্বেলে জানায় বিদায় ঘোষণা!
কেউ জানেনা তাকে, চেনে না- তবু প্রতিক্ষায় থাকে
রেলস্টেশন প্লাটফর্ম অন্ধকার ট্রেনের হুইসল!
বৃষ্টির বারান্দায় দাঁড়িয়ে থাকো
দেখবে রাস্তায় জল জমেছে
জুরাইনের নোংরা আবর্জনা ফুলেফেপে হয়েছে
উন্নয়নের ব্রেকিং নিউজ!
ঢাকার নিচু ঘরগুলোতে ঢুকে পড়ছে পানি,
মায়েরা বাচ্চাদের সামলাতে ব্যস্ত
বর্ষাতি গায়ে এক রিক্সাচালক আয়েসে
ধরাবে সিগ্রেট,
ক’জন দিনমজুর আজ কাজ হারাবে কে বলবে…
ধুলো ধুয়ে সবুজ পাতা মেলে দাঁড়াবে এ শহরের
কয়েকটি গাছ,
রেডিসনের সুইমিংপুলে সাঁতার কেটে ঠাণ্ডা বিয়ারে
ঠোট রাখবে বিদেশীনি, বলবে ‘অপূর্ব!’
বাজেট ঘোষণার আগে অর্থমন্ত্রী হুশিয়ারি দিয়ে বাড়াবে আরেক দফা বিদ্যুৎতের দাম,
প্রধানমন্ত্রীর স্মিত হাসিতে ঢাকা পড়বে কারাগারে
আটক রাজবন্দীদের মুখ,
গুম হয়ে যাওয়া ছেলেদের মায়ের কান্না…
বৃষ্টির বারান্দায় দাঁড়িয়ে থাকো দেখবে
একসময় বৃষ্টি থামবে, যানজট খুলে যাবে
বস্তির বাচ্চারা খেলতে বের হবে, আমাদের চুলোতে
হাড়ি চড়বে
গরম ভাতের গন্ধে ক্ষুধা বাড়বে আর
জনারণ্যে ভেসে যাবে স্বৈরশাসকের সব দাবার ঘুটি
সুর্য এসে মুখ বাড়িয়ে করবে স্বাধীনতার ঘোষণা…
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..