বেপথু পথিক

মনোয়ারা স্মৃতি
কবিতা
Bengali
বেপথু পথিক

বুনো শুয়োরের উৎপাত,

ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায়
চেঙ্গিস-হিটলার-হালাকু খান।
শরীর থেকে ধীরে ধীরে খসে যাচ্ছে
সভ্যতা-ভব্যতা যত।

এ তল্লাটে এখন সব নতশির দাসত্বের জ্যান্ত পুতুল।
বশ্যতায় নুয়ে আছে প্রত্যুত্তরহীন শয্যাসঙ্গিনীর মতো।

যেখানে চেতনা নেই সেখানে আর থাকে কই মানুষের জমায়েত!
মনুষ্যত্ব বিলুপ্ত করছে হায়…বুনো শুয়োরের উৎপাত।

 

বেপথু পথিক

তোমার শহরে এখন কী দারুণ উর্বশী রোদ
আমার শহরে ছেয়ে গেছে ফলবতী আঁধার,
একশত কৃষ্ণচূড়া লিখে দিলাম তোমার নামে।
বনমহুয়ার নরম ঘ্রাণে মায়াময় চারিধার।

তোমার উঠোনে আমি এক বেপথু পথিক
চন্দ্রভুক অমাবস্যা গন্তব্য করেছে চুরমার,
আঁচলে জড়ানো আঁধারে আলোর ইল্যুশন
পৃথিবীর সবটুকুই এক শানদার কারাগার।

মনোয়ারা স্মৃতি। কবি। বাস করেন ঢাকা বিভাগের নরসিংদীতে। লিখছেন দীর্ঘদিন ধরেই। মূলত কবিতা লিখেন। কিন্তু গল্পতেও আগ্রহ রয়েছে তার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

তর্জমা

তর্জমা

তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..