বেবী সাউ এর ছয়টি কবিতা

বেবী সাউ
কবিতা
Bengali
বেবী সাউ এর ছয়টি কবিতা

বয়নশিল্প

ক্রোধের বলয়ে ঢোকো… চারপাশে ঘূর্ণমান চোখ

নিপুণ হত্যার কাছে
পরিপাটি সূচ আর কাঁচির আদল

জাতীয় সড়কে মেশে লরী আর চালকের শ্বাস
নিভৃত চয়ন ছেড়ে, ওগো পিশাচিনী
লিখে রাখ কাঁথাস্টিচ…

সুতোর বিলাপ

 

চিত্রগুপ্ত

ফালাফালা বুক আর সামান্য জলের ফাঁদ
কীভাবে শেখাবে তাকে বিষবৃক্ষ… আরোগ্-নিদান

বাঁকের আড়ালে এসে স্রোত তার বিপরীতগামী
সমস্ত হত্যার কাছে ধারালো খুনের পটভূমি…

আঁকে শোক, উড়ানো খইয়ের গুড়ো…

দৃশ্যের আড়াল টেনে কথা বলো মৃদু,অন্তর্যামী

করুণাময়ী, নির্মিত হও

অতটাও প্রিয় নয় শোক; দীর্ঘস্থায়ী।
অভিনয়ে নিপুণ বিষন্ন

অন্ধত্বের ভান করে পড়ে থাকা চারণের শব
কোজাগরী চোখ

হলুদ থালায় ভাসে জমা মৃতমুখ

ফাঁদে দিই শস্যকণা… জল… তৃষ্ণা নিবারক…

করুণাময়ী, নির্মিত হও
বছর কাটিয়ে ফেরো মঞ্চে… ভূমিকায়

মঞ্চ

গল্পে অথচ প্রথম…

রক্তের কাছাকাছি হেঁটে যাওয়া যত অভিনয়
উদ্দেশ্য সফল হলে জলে ভরে শহরের চোখ

অথচ, আসলে মৃত
চরিত্র হিসেবে কোনদিন
নগর বোঝেনি তাকে…

কতটুকু ক্ষত। কতটুকু অভিনয় ছিল

হাইওয়ে

প্রতিটি কবিতা নাগরিক
প্রতিটি অক্ষরে মেশে পিচ আর লরীর আঘাত

লোহার শেকলে জীর্ণ লেপার্ড শরীর
লালা, থুতু, বমি মেখে ঘরে ফেরে রোজ

ফ্লুরোসেন্ট চোখে দেখে চষির পায়েস

ঘুম পায় তার… চোখ মেলে চেয়ে থাকে মৃত ধানক্ষেত
জখম ডানায়

নার্সিংহোম

এভাবে পরিখা দেখে
আকুলিবিকুলি মন

ফণা তুলে থাকা চকচকে ইস্পাত
ও তার আচ্ছন্ন হস্তক্ষেপ মেনে
ভূতের আঙুল সেই
ধোঁয়া অভিমুখে হাঁটে

উঁচু পাজরের হাড়ে জমে নেশা ও নৃশংস

প্রতিটি হত্যার আগে সাদা ব্লেড…
সাদা অ্যাপ্রণের দীর্ঘ লকলকে জিভ

অদ্ভুত সংযোজনে বিয়ে সেরে ফেলে…হাত ধোয় লোহার বাসরে

বেবী সাউ। কবি ও প্রাবন্ধিক। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গে। মূলত কবিতা ও প্রবন্ধ লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ 'বনঘাঘরা', 'ইউথেনেশিয়া', 'গান লেখে লালনদুহিতা', 'ছয় মহলা বাড়ি', 'একান্ন শরীরে ভাঙো'। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলের এক লুপ্তপ্রায় লোকসঙ্গীত নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..