একি অনাসৃষ্টি
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
বেশরম
কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম
তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম-
আবার পড়েছি প্রেমে
আবার জলের ছবি, আবার পুরানো ফ্রেমে!
কঠিন ছিলো কি খুব, সাঁতার শেষের জল
জলের তরল স্মৃতি আজো অবিরল-
গিলে ফেলি মদিরার গ্লাসে
একি, নেশা হয় দেখি সেই পুরানো অভ্যাসে!
তোমাকে ভুলেছি ঠিক বেশরম বহুবার
পুরানো জলের ছবি, ফেরা সাঁতারে আবার…
বেশরম (২)
গৃহস্থালি চাই, নাকি বৃক্ষের আশ্রম
ভুলেছে এক অক্ষম বেশরম;
গৃহস্থ হতে নেই, নিতে নেই সন্ন্যাস
মানুষ ফিরে আসে, ফিসে আসা অভ্যাস।
জানি তো ফিরবে আবার প্রেমে
ছবিটা ভরবে পুনর্বার পুরানো ফ্রেমে;
কিন্তু টানাবে কোথায় কিংবা কিসে
ঘর পুড়েছে রোদ, মন পুড়েছে বিষে।
বেশরম (৩)
চিঠিটা ফেরত আসে, ঠিকানা তবে কি ভুল
ওই তো আকাশ মেঘেদের কালো চুল
বিকেলের চিঠি ডাকে
জানি, পোস্টাপিস খোলা থাকে
তবু ফিরে আসে বেশরম চিঠি
তবে কি মিমি, ঠিকানা বদলেছে সম্প্রতি
বদলেছে বাড়িঘর মানুষ
বেশরম চিঠি, তবু হয় না তার হুশ
চিঠিটা ফিরে আসে, সাথে আসে পুরানো ভুল
চিঠি, লেখক এবং পিয়ন বেশরম বিলকুল
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..
আমার মনের ঘরে একান্ত ইচ্ছাগুলো আর গোপন থাকছে না, না বলা ভাবনাগুলোও অজান্তে পাঁচ কান…..