বেশরম

কাকন রেজা
কবিতা
Bengali
বেশরম

বেশরম

কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম
তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম-
আবার পড়েছি প্রেমে
আবার জলের ছবি, আবার পুরানো ফ্রেমে!

কঠিন ছিলো কি খুব, সাঁতার শেষের জল
জলের তরল স্মৃতি আজো অবিরল-
গিলে ফেলি মদিরার গ্লাসে
একি, নেশা হয় দেখি সেই পুরানো অভ্যাসে!

তোমাকে ভুলেছি ঠিক বেশরম বহুবার
পুরানো জলের ছবি, ফেরা সাঁতারে আবার…

বেশরম (২)

গৃহস্থালি চাই, নাকি বৃক্ষের আশ্রম
ভুলেছে এক অক্ষম বেশরম;
গৃহস্থ হতে নেই, নিতে নেই সন্ন্যাস
মানুষ ফিরে আসে, ফিসে আসা অভ্যাস।

জানি তো ফিরবে আবার প্রেমে
ছবিটা ভরবে পুনর্বার পুরানো ফ্রেমে;
কিন্তু টানাবে কোথায় কিংবা কিসে
ঘর পুড়েছে রোদ, মন পুড়েছে বিষে।

 

বেশরম (৩)

চিঠিটা ফেরত আসে, ঠিকানা তবে কি ভুল
ওই তো আকাশ মেঘেদের কালো চুল
বিকেলের চিঠি ডাকে
জানি, পোস্টাপিস খোলা থাকে

তবু ফিরে আসে বেশরম চিঠি
তবে কি মিমি, ঠিকানা বদলেছে সম্প্রতি
বদলেছে বাড়িঘর মানুষ
বেশরম চিঠি, তবু হয় না তার হুশ

চিঠিটা ফিরে আসে, সাথে আসে পুরানো ভুল
চিঠি, লেখক এবং পিয়ন বেশরম বিলকুল

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..