প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বেশরম
কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম
তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম-
আবার পড়েছি প্রেমে
আবার জলের ছবি, আবার পুরানো ফ্রেমে!
কঠিন ছিলো কি খুব, সাঁতার শেষের জল
জলের তরল স্মৃতি আজো অবিরল-
গিলে ফেলি মদিরার গ্লাসে
একি, নেশা হয় দেখি সেই পুরানো অভ্যাসে!
তোমাকে ভুলেছি ঠিক বেশরম বহুবার
পুরানো জলের ছবি, ফেরা সাঁতারে আবার…
বেশরম (২)
গৃহস্থালি চাই, নাকি বৃক্ষের আশ্রম
ভুলেছে এক অক্ষম বেশরম;
গৃহস্থ হতে নেই, নিতে নেই সন্ন্যাস
মানুষ ফিরে আসে, ফিসে আসা অভ্যাস।
জানি তো ফিরবে আবার প্রেমে
ছবিটা ভরবে পুনর্বার পুরানো ফ্রেমে;
কিন্তু টানাবে কোথায় কিংবা কিসে
ঘর পুড়েছে রোদ, মন পুড়েছে বিষে।
বেশরম (৩)
চিঠিটা ফেরত আসে, ঠিকানা তবে কি ভুল
ওই তো আকাশ মেঘেদের কালো চুল
বিকেলের চিঠি ডাকে
জানি, পোস্টাপিস খোলা থাকে
তবু ফিরে আসে বেশরম চিঠি
তবে কি মিমি, ঠিকানা বদলেছে সম্প্রতি
বদলেছে বাড়িঘর মানুষ
বেশরম চিঠি, তবু হয় না তার হুশ
চিঠিটা ফিরে আসে, সাথে আসে পুরানো ভুল
চিঠি, লেখক এবং পিয়ন বেশরম বিলকুল
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..