বোবা বইটা

নূপুর ভৌমিক
কবিতা
Bengali
বোবা বইটা

তোমার লেখা ছাপা অক্ষরের বোবা বইটা তার নিজস্বতায় পরিপূর্ণ।।।।

      ওর পাতা উল্টোলেই যেনো জীবন্ত হয়ে ওঠে।।

প্রতিটি অক্ষর – প্রতিটি শব্দ – প্রতিটি বাক্যে – –

    নিজের নিজের গভীর কথা বলে…….

আমার নেতিয়ে পড়া জ্ঞান গুলো জেগে ওঠে

 ………….. কিছু বোঝার চেষ্টা করে।।

    যেমন কিছু কবিতা – কিছু ছবির মুখ যে কোনো

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আঙ্গিকেই ভালো লাগে।।

     জানি না কেনো এমন হয় – – – – এটা হয়তো

                  ভালো লাগার অন্য একটি উপসর্গ।।

      আমি ক্ষুদ্র – আমি নগন্য…..

 আমি শুধুমাত্র একজন…….

      অথচ কবিতা গুলিকে এতো কাছে পাবো

     এটা,,,, শুধুই স্বপ্ন……. আর অলীক…….

                কল্পনা বিলাসিতা।।।। ।।।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..