যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
যদিও তুমি এক ভিন্ন নভোচারী
আমার পৃষ্ঠ গভীরতা মেপেছ খুব
অনভ্যস্ত হাতে।
খুঁজেই পাওনি মনোতল।
যদিও তুমি মাহমুদ দারবিশ
মমতার হাতে স্বাধীনতার ঘোষণাপত্র লিখে দিয়ে;
নিজে পরাধীন হয়ে যাও।
যদিও তুমি উন্মাসিক হাওয়া
সুস্থীর হতে পারোনি বেভুল সময়ের প্রতারনায়।
সরে গেছ দূর থেকে দূরে…
তবুও তুমি আমার এক ব্যক্তিগত পৃথিবী।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..