ব্যক্তিগত পৃথিবী

মনোয়ারা স্মৃতি
কবিতা
Bengali
ব্যক্তিগত পৃথিবী

মনোয়ারা স্মৃতি

যদিও তুমি এক ভিন্ন নভোচারী
আমার পৃষ্ঠ গভীরতা মেপেছ খুব
অনভ্যস্ত হাতে।
খুঁজেই পাওনি মনোতল।

যদিও তুমি মাহমুদ দারবিশ
মমতার হাতে স্বাধীনতার ঘোষণাপত্র লিখে দিয়ে;
নিজে পরাধীন হয়ে যাও।

যদিও তুমি উন্মাসিক হাওয়া
সুস্থীর হতে পারোনি বেভুল সময়ের প্রতারনায়।
সরে গেছ দূর থেকে দূরে…

তবুও তুমি আমার এক ব্যক্তিগত পৃথিবী।

মনোয়ারা স্মৃতি। কবি। বাস করেন ঢাকা বিভাগের নরসিংদীতে। লিখছেন দীর্ঘদিন ধরেই। মূলত কবিতা লিখেন। কিন্তু গল্পতেও আগ্রহ রয়েছে তার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..