বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
কতটা বিষাদ গহন হলে বিষণ্ণ বলা যায়?
বিষাদপ্রতিমা তুমি, অরণি জ্বালাতেই পারো
যদিও অনটনে রেখেছি সবুজসম্ভার
তোমাকে ঘিরে কয়েক অযুত পঙ্ক্তিযাপন
অনাদি অনন্তকাল
ইন্দ্রজাল ছুঁয়ে মায়া যেখানে যতটুকু
অথচ আদমসুমারি অসহ্য হলেই সৃষ্টির বিপরীতে তুমি
মনুজাত নির্মাণে আস্থা রাখোনি কোনোদিন
নিজেরই লালিত জীব অণু দিয়ে গড়ে
অস্ত্রের নির্মাণ
যতবার হেরেছো নিজহাতে গড়া চৈতন্যের কাছে
ততবার নতুন মিউটেশন
আঁচলের ঘেরে বিশল্যকরণী রেখেছ কোথাও
সবুজগ্রাসী সেপিয়ান্স খুঁজে খুঁজে হয়রান
অভিযোগ তেমন ছিল না
যদি না প্রতিপক্ষ বেছে নিতে প্রেসবায়োপিক প্রজন্ম
বিদায়বার্তা কবেই দিয়েছে ডুয়েলইঞ্জিন ড্রইংরুম
এখন শুধু বিজনবাস নিজের সঙ্গে নিজে
কতটুকুই বা অক্সিজেন শূন্যপুরাণ গাঁথা ফুসফুসে
ওটুকুও কেড়ে নেবে এক নিঃশ্বাসে?
আর একবার ভেবে দেখো হে ঈশ্বরী
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..