ভজন দত্তের দশটি অণুকবিতা

ভজন দত্ত
কবিতা
Bengali
ভজন দত্তের দশটি অণুকবিতা

নিজস্বী

ঈশ্বরীয় ট্যাটুতে আদরের অনুমতি নেই
প্রবেশের কোনও গোপন সংকেত নেই
নেটে ফুল সিগনাল তবুও
ঠিক বা ভুল জি পি এস নেই
কীভাবে নির্মিত হবে পথ
কোন আঙুল প্রিয় পছন্দ অনামিকা
চঞ্চলতায় এত আত্মমোচন লেখা …

ধুলো জীবন

ফুঃ মেরে পালাও ধুলো জীবন থেকে
থুঃ থুঃ ভীড়ে কোনো ফুসমন্তর নেই
প্রিয় নির্জনতা নিরুদ্দেশ যেখানে
সেখানে থেকে আর কী কাজ
গুঁতোর জীবন থেকে ছুটি পেলে
ধরণেও বাদলা নামে একলা বুকে…

কান্না

কবি যখন কবিতা পড়ছেন মঞ্চে দাঁড়িয়ে
তখন হল ঘরের সব আলো গুলো জ্বালিয়ে দিন
দর্শকদের ভালো করে তিনি দর্শন করুন
দেখছেন, ধর্ষনে তাঁদের চোখেমুখের অভিব্যক্তি!
কি দেখছেন কবি দূর থেকে আতশকাঁচ ধরে
মঞ্চ থেকে মাটিতে আসুন নেমে
শুনুন কান পেতে, মা কাঁদছে…

নদী

কোড ভাঙি
ডিকোড করি কোড
কোট ও আনকোট
দীর্ঘশ্বাসে আজ মরা নদী
হারামি মানুষ শুকনো স্তনেও রাখে মুখ…

 

ভাসানো কথা

বলি যে কথা
সে কথা কেউ বোঝে না
নিত্য যে সকল কথা মুছি

ভাসিয়ে দিই নৌকা করে
চোখের জলে

কেউ কোথায় কি
সেসব ধরার চেষ্টা করে…

ক্রিয়াবাচক বিসর্গ

বিসর্গ-র দুটি ফুটকিকে শুটকি করে
শুধুই উপর নীচে বসিয়ে রেখো না
ওদের আলো দাও জল দাও
সরস স্পর্শ দিয়ে প্রাণ দাও
সরলরেখায় এনে মাতৃত্ব দাও
সন্তানেরা পুষ্টি পাক
বিসর্গের নিসর্গে নৈঃশব্দে থাক
সেখানে চন্দ্রবিন্দু দিও না…

কবিতা বা জীবন

এ-কার ও-কার বা এ-বং বা ব-রং
কিংবা হাইফেন বা কিন্তুর অন্তে
জড়ানো মায়া অক্ষরে
সহজকে জটিল
নরমকে কঠিন
করে বলা বা লেখা
শুষ্ক বা সরস কণ্ঠে
আদরের কিপ্যাডে
আঙুলের আলতো স্পর্শ
শব্দেরা পাইনের বনপথে কু-আশা
আকাশের জল-সমুদ্রে
জেগে থাকে কবিতা অথবা জীবন …

ফুল নয়

সম্পর্কের কুঁড়িটি দেওয়া হয় নি
একটি ই-মেইল ! তাও না।
একটি ফেসবুক বা টুইটার লিঙ্ক,
তাও না।
চারপাশে এত তা না না না না-র মাঝে
অদৃশ্য কিছু দীর্ঘশ্বাস এবং
এবং স্পর্শজনীরবতা থাক না…

 

বাগান

‘তাহার’ নামটি রাখি
এক ঔষধি বাগানের নামে,
তাকে ডাকি
নূরজাহান, ক্লিওপেট্রা,
মাম্মাম,বনলতা বা এটসেট্রা-সেট্রা,
তাতে কার কী!
বাগানের সব গাছই তো
সমান আদর প্রত্যাশী…

 

ফেবু লাইভ

লাইক-লাবণ্যের বন্যায় ভাসবে বলে
মেরুন লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে
ফেবুতে ব্লো হট যে ছবিটি চিপকালে
তাতে কেস পুরো জম্পেশ হলো কি না
চুম্বকীয় গুণাবলী নিয়ন্ত্রণে আছে কি না
তারজন্য এডিটের বিউগলে চোখ রাখো
সব চুম্বক চুমু-যোগে বা বিয়োগে
ঝুল বারান্দা হওয়ার আগে
হুকের তত্ত্বের ব্যবহারিক বিষয় বুঝে নিতে হবে…

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..