দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
বারবার দেখা হয় তোমার সাথে
মুচকি হাসি দুজনেই
তুমি আমার উঠোন দিয়ে চলে যাও
ভালোলাগা কাউকে চলে যেতে দেখি তোমার সাথে
গল্প করতে করতে হেসে ঢলে পড় এ ওর কাঁধে
আমার মুখে ছায়া পড়ে
নশ্বর মানুষ কষ্ট লুকোতে পারিনা
স্মার্ট হবার চেষ্টা করি মাথা নাড়াই কাঁধ শ্রাগ করি
ভান করি আমার ইয়ে হয় এতে
কালো চশমা পরি হাত মেলাই যেন ইয়ার দোস্ত
দুর্বলতা ধরে ফেল পাছে চিৎকার করতে পারি না
বলতে পারি না, ‘এটা করতে পারনা তুমি,
বারবার হাত দিতে পার না প্রিয় অধিকারে’
ভদ্রলোক সাজার চেষ্টায় বলতে পারি না
তুমি আদতে ঘৃণ্য তস্কর এবং লম্পট
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..