বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
বারবার দেখা হয় তোমার সাথে
মুচকি হাসি দুজনেই
তুমি আমার উঠোন দিয়ে চলে যাও
ভালোলাগা কাউকে চলে যেতে দেখি তোমার সাথে
গল্প করতে করতে হেসে ঢলে পড় এ ওর কাঁধে
আমার মুখে ছায়া পড়ে
নশ্বর মানুষ কষ্ট লুকোতে পারিনা
স্মার্ট হবার চেষ্টা করি মাথা নাড়াই কাঁধ শ্রাগ করি
ভান করি আমার ইয়ে হয় এতে
কালো চশমা পরি হাত মেলাই যেন ইয়ার দোস্ত
দুর্বলতা ধরে ফেল পাছে চিৎকার করতে পারি না
বলতে পারি না, ‘এটা করতে পারনা তুমি,
বারবার হাত দিতে পার না প্রিয় অধিকারে’
ভদ্রলোক সাজার চেষ্টায় বলতে পারি না
তুমি আদতে ঘৃণ্য তস্কর এবং লম্পট
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..