প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বারবার দেখা হয় তোমার সাথে
মুচকি হাসি দুজনেই
তুমি আমার উঠোন দিয়ে চলে যাও
ভালোলাগা কাউকে চলে যেতে দেখি তোমার সাথে
গল্প করতে করতে হেসে ঢলে পড় এ ওর কাঁধে
আমার মুখে ছায়া পড়ে
নশ্বর মানুষ কষ্ট লুকোতে পারিনা
স্মার্ট হবার চেষ্টা করি মাথা নাড়াই কাঁধ শ্রাগ করি
ভান করি আমার ইয়ে হয় এতে
কালো চশমা পরি হাত মেলাই যেন ইয়ার দোস্ত
দুর্বলতা ধরে ফেল পাছে চিৎকার করতে পারি না
বলতে পারি না, ‘এটা করতে পারনা তুমি,
বারবার হাত দিতে পার না প্রিয় অধিকারে’
ভদ্রলোক সাজার চেষ্টায় বলতে পারি না
তুমি আদতে ঘৃণ্য তস্কর এবং লম্পট
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..