ভদ্রলোক 

শর্মিষ্ঠা ঘোষ
কবিতা
Bengali
ভদ্রলোক 

 

বারবার দেখা হয় তোমার সাথে
মুচকি হাসি দুজনেই
তুমি আমার উঠোন দিয়ে চলে যাও
ভালোলাগা কাউকে চলে যেতে দেখি তোমার সাথে
গল্প করতে করতে হেসে ঢলে পড় এ ওর কাঁধে
আমার মুখে ছায়া পড়ে
নশ্বর মানুষ কষ্ট লুকোতে পারিনা
স্মার্ট হবার চেষ্টা করি মাথা নাড়াই কাঁধ শ্রাগ করি
ভান করি আমার ইয়ে হয় এতে
কালো চশমা পরি হাত মেলাই যেন ইয়ার দোস্ত
দুর্বলতা ধরে ফেল পাছে চিৎকার করতে পারি না
বলতে পারি না, ‘এটা করতে পারনা তুমি,
বারবার হাত দিতে পার না প্রিয় অধিকারে’
ভদ্রলোক সাজার চেষ্টায় বলতে পারি না
তুমি আদতে ঘৃণ্য তস্কর এবং লম্পট

শর্মিষ্ঠা ঘোষ। কবি ও লেখক। জন্ম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এ ১৯৭৪ সালে। বর্তমানে এই শহরেই তাঁর কর্মজীবন অতিবাহিত হচ্ছে। ছাত্রাবস্থা থেকেই লেখালিখি শুরু। কবিতাই প্রথম পছন্দ। তাছাড়াও গল্প প্রবন্ধ লিখে থাকেন। অবসরে অনুবাদ করেন ইংরেজি ভাষা থেকে। এ পর্যন্ত প্রকাশিত...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..