শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
খুব আড়ালে ভাঙছি ভীষণ আমি
ভাঙে যেমন নদীর কোনো তীর,
উজান স্রোতে উল্টা মাঝির বাও
স্রোতের মেজাজ ভয়াল গম্ভীর।
তুমি কি আর ভাঙনটাকে দেখো
তুমি দেখো, সফেদ কাশের ফুল,
অগোচরে বাড়ছে শরীর নদীর
যাচ্ছে সরে পায়ের নিচের কুল।
খুব আড়ালে ভাঙছি ভীষণ আমি
ভাঙতে ভাঙতে বিলীন পাড়ের রেখা,
এখন যেথায় তোমার পায়ের ধুলি
কাল যাবে না হয়তোবা আর দেখা।
ওই যে দেখো ভাঙছি আমি একা…
ভীষণ সবুজ এবং অবুঝ সত্য বলি
তোমার চাবার ধরণটা যে মনোপলি,
জোরের সাথে দখল মেলে স্বভাবেতে
সমর্পণের অঞ্জলি চায় কাছে পেতে।
অভাব আছে বুঝতে দিলে পূরণ হবে
স্বভাবদোষের ভিখিরি যে ফেরত যাবে,
এরচেয়ে বেশি বলার আছে, বলো দেখি
দখল নেবার প্রবল প্রকাশ সবটা মেকি।
এটাই সঠিক, আবার তোমায় সত্য বলি
জোরের দখল এক রকমের মনোপলি,
মনোপলিতে মন মেলে না খেলা মেলে
জুয়ার দানে জীবন বাজি, যাচ্ছো খেলে।
কথা ছিলো, অনেক কথা জমিয়ে রাখা
কষ্ট আর আনন্দের গন্ধ মাখা,
এমন যদি ভেবে থাকো, গবেট তুমি
ঝড়ের সাথে যুঝতে থাকা মনোভূমি
তা ভাবে না।
প্রতীক্ষাতে রাতের প্রহর
হাতের মুঠোয় গ্লাসে জহর,
এমন করে ছাগলগুলো
ভেতর খালি বাইরে যাদের রাঙামুলো
সে হবে না।
আমি খানিক অন্যরকম
বুকের ভেতর গভীর জখম
দাফন করে কাফন গায়ে
ক্রোধের সুরে প্রলয় লয়ে
মাস্তি করি।
খানিকটা নয় অনেকখানি
জানি আমি ঠিকই জানি,
কতটা হয় ধ্বংসপ্রবণ
রামের চেয়ে বড় রাবণ
চলো মরি।
দিন বদলের চাঁদে তোমায় যাচ্ছি নিয়ে
মন বদলের ফাঁদে তোমার পড়তে গিয়ে
ঠিক বেঁচেছি অনেকটা ওই রাতের মতো
অ্যাফ্রোদিতির ভর করা সব বায়না যতো
ঘুমের পরী ঘুম পাড়িয়ে ঠিক বাঁচিয়ে দিলো
শরীর খুলে নিয়ে যাবার যে ভয়টা ছিলো
মৃতদেহের তরে অনীহাটা সব মেনকার
দেহের খোলে মনটা বাঁচে ঠিক যেনো কার
সেতো আমিই গেলাম বেঁচে অন্যরকম
মনের মাঝে রইলো তবু বাঁচার জখম!
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..