ভাতের থালা, গলা তুলে বলুন

হরিৎ বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
ভাতের থালা, গলা তুলে বলুন

ভাতের থালা

ভাতের থালায়
একটা ছেঁড়া ভারতের ম্যাপ

২.

ভাতের থালা নিয়ে ভাবি
এটা কার ?
আমার না আমার মায়ের ?

৩.

ভাতের থালা ধুচ্ছি
অথচ খিদেটা সেই আগের মতোই

৪.

ভাতের থালায় রোদ পড়তে দেখি
গিজগিজ করছে মানুষ

৫.

ভাতের থালা হাতে নিলেই
আমার দেশ ভারতবর্ষ।

৬.

ভাতের থালা কথা বললে
পাঁচমাথার মোড়ে ট্রাফিক জ্যাম।

 

গলা তুলে বলুন

যা বলবেন একটু গলা তুলে বলুন
আরে, না রে বাবা! লম্বা হতে হবে না
সে তো আপনি এমনিতেই বেশ লম্বা

আমি বলছি, গলায় একটু জোর দিন
অবশ্য জোরে আস্তে
কোনোটাই কোনো কাজের নয়
তবু প্রতিবাদী সত্ত্বাটাকে অকেজো করে রাখবেন কেন!

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..