বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ভাতের থালায়
একটা ছেঁড়া ভারতের ম্যাপ
২.
ভাতের থালা নিয়ে ভাবি
এটা কার ?
আমার না আমার মায়ের ?
৩.
ভাতের থালা ধুচ্ছি
অথচ খিদেটা সেই আগের মতোই
৪.
ভাতের থালায় রোদ পড়তে দেখি
গিজগিজ করছে মানুষ
৫.
ভাতের থালা হাতে নিলেই
আমার দেশ ভারতবর্ষ।
৬.
ভাতের থালা কথা বললে
পাঁচমাথার মোড়ে ট্রাফিক জ্যাম।
গলা তুলে বলুন
যা বলবেন একটু গলা তুলে বলুন
আরে, না রে বাবা! লম্বা হতে হবে না
সে তো আপনি এমনিতেই বেশ লম্বা
আমি বলছি, গলায় একটু জোর দিন
অবশ্য জোরে আস্তে
কোনোটাই কোনো কাজের নয়
তবু প্রতিবাদী সত্ত্বাটাকে অকেজো করে রাখবেন কেন!
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..