ভাত ও চুমুর বিজ্ঞাপন

পলিয়ার ওয়াহিদ
কবিতা
Bengali
ভাত ও চুমুর বিজ্ঞাপন

ভাত ও চুমুর বিজ্ঞাপন

(কবি রফিক আজাদ স্মরণে)

চুমুর বিজ্ঞাপনেও যাকে ভালোবাসি
ভাতের আলিঙ্গনেও তাকে ভালোবাসি
ভালোবাসি মদ্যপানে
রফিক আজাদ সে কথা কি জানে?

ভালোবাসা মানে দুজনের পাগলামী
হারামজাদারা আজও রইল হারামী!

অসম্ভবের পায়ে যে শিকল বাঁধানো
সশস্ত্র সুন্দর তার প্রেমের কবিতা জানো?
পাগলা গারদ থেকে প্রেমিকাকে চিঠি
লিখেছে কোন সে কবি গুটিগুটি?
তাকে নিয়ে আজ সিকি
অঙ্গীকারের কবিতা লিখি

তবু কেউ কেউ পোষে বেশ্যার বিড়াল
বাংলাদেশ-এর তলপেটে
ছিনাল রমনী তারা খাচ্ছে জিভ চেটে!

 

বৃষ্টিবেলা

বৃষ্টি দিনে চাষের কথা মনে পড়ে
মই দিয়ে সমান করা- ভুঁইয়ের উঁচু-নিচু বুক
আরো কতো কায়দা-কানুন
ভেজা শরীরের ওমে কেপে তোলে ঠোঁট
মানকচুর পাতার নিচে আমাদের নাবালেগ ইন্দ্রিয়
শামুকের জিহবার মতো তুমি আমার উপর হেঁটে গেলে!

বৃষ্টিবেলায় বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে
সারাদিনের জড়ো করা বৃষ্টি নিয়ে ভিজবো
স্মৃতির ওপাশ থেকে কার আঙুল
নাড়ছে যেন খুনসুটির রুমাল
পাথরকুচির গাঢ় পাতার করতলে
চিকচিক করছে জমানো দিনের শৈশব
হাঁসের পাতলা হলুদ ঠোঁট-খুচে খুচে খাচ্ছে
প্রকৃতির লম্বা-সরু লাঙল!

 

মাটিয়ালি গান

গমবনে মানুষ হলাম- আমি ভেতোশাক
আকাশ উত্তীর্ণ হয়ে বুঝি
ভুলে গেছি- মাটিবর্তী মানুষের গান!

বেলেশাকের কথায় ধরো-
নিজেকে বিছিয়ে- মাটির বিছানা
ভালোবাসি থানকুনিপাতা
তবুও বন্ধুরা হলো- শিয়ালকাটা!

হাঁটি- জাজিমের মতো রক্তিম আকাশ
মুখস্ত করি সান্ধ্যকালীন গাভীন গমক্ষেত!

জন্ম বাংলাদেশের যশোর জেলায়। পড়াশোনা করেছেন মনোবিজ্ঞানে। পেশায় সাংবাদিক। নেশায় কবি। প্রকাশিত কবিতার বইগুলি হচ্ছে, সিদ্ধ ধানের ওম, সময়গুলো ঘুমন্ত সিংহের, দোআঁশ মাটির কোকিল। পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কৃত্তিবাস, তারাপদ রায় সম্মাননা।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..