আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
কল্পনার ওই ক্যানভাসে
ইচ্ছেমালা গাঁথি,
সেই তো আমার মন মাঝারে
এমনই এক সাথী।
নিত্য নতুন রং মাখিয়ে
তোমার ছবি আঁকি,
ভাবনাগুলো শব্দ যোগে
ছন্দ দিয়ে থাকি।
বর্ণমালা প্রয়োগ করে
স্বপ্ন বুনন করি,
জীবনের সব গল্প কথা
লিখে তুলে ধরি।
কখনো রাগ কখনো ভাব
চিত্ত মাঝের কথা,
আবেগ মেখে প্রকাশ করি
ভুলে যাই যে ব্যথা।
একাকীত্ব যখন লাগে
তুমি থাকো পাশে,
ধ্যানে জ্ঞানে প্রিয়ো ওগো
তোমার রূপটি ভাসে।
সবাই যখন আমায় ছেড়ে
যায় যে চলে দূরে,
তুমি আমার হাতটি ধরে
প্রেরণা দাও সুরে।
তোমার মাঝে খুঁজে পাই যে
কান্না হাসির শ্রাব্য,
হিয়ার মাঝে জুড়ে আছো
ভালোবাসার কাব্য।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..