দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
কল্পনার ওই ক্যানভাসে
ইচ্ছেমালা গাঁথি,
সেই তো আমার মন মাঝারে
এমনই এক সাথী।
নিত্য নতুন রং মাখিয়ে
তোমার ছবি আঁকি,
ভাবনাগুলো শব্দ যোগে
ছন্দ দিয়ে থাকি।
বর্ণমালা প্রয়োগ করে
স্বপ্ন বুনন করি,
জীবনের সব গল্প কথা
লিখে তুলে ধরি।
কখনো রাগ কখনো ভাব
চিত্ত মাঝের কথা,
আবেগ মেখে প্রকাশ করি
ভুলে যাই যে ব্যথা।
একাকীত্ব যখন লাগে
তুমি থাকো পাশে,
ধ্যানে জ্ঞানে প্রিয়ো ওগো
তোমার রূপটি ভাসে।
সবাই যখন আমায় ছেড়ে
যায় যে চলে দূরে,
তুমি আমার হাতটি ধরে
প্রেরণা দাও সুরে।
তোমার মাঝে খুঁজে পাই যে
কান্না হাসির শ্রাব্য,
হিয়ার মাঝে জুড়ে আছো
ভালোবাসার কাব্য।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..