ভালোবাসি ভালোবাসি

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি 

তোমার প্রেমের গহীন সমুদ্রে দিতে চাই ডুব
তোমার বাহুর বাঁধনে জীবনের নিঃশ্বাস
তোমার মুগ্ধতার রেশে পাগল অবুঝ এমন
তোমার অভিলাষে আমি যেন সুখ পাখি
তোমার চিন্তনে আমার নীরব আঁখি
একটু অভিমানে নীরবতার ঝড় বুকে ছায়া
ভালোবাসি ভালোবাসি সীমাহীন সুখে ভরে
অচেনা ভাবনায় এলোমেলো কথার ছন্দে
তোমার ছবি হৃদয়ে জড়ায় হিমেল পবন
প্রেম দৃষ্টি অনুভবে আমার মৌনতার বেড়াজাল
তোমার স্পর্শে হৃদয়ে শান্তির পরশ
ভালোবাসার রূপালী আলোয় সুপ্ত বাসনা
একটু একটু করে আশার প্রদীপ জ্বলে ওঠে
চারিদিকে ছড়িয়ে দেয় তোমার অন্তর্বার্তা
ফাগুন বেলায় যৌবন দ্বার দিয়েছি খুলে
অপেক্ষায় অবিরত নিরন্তর পথচলায়
শেষ বিকেলের ছায়ায় তোমায় খুঁজে পাওয়া।

 

নীরবতার বেড়াজাল

বিবেক মনুষ্যত্বের ঘরে ঘুণে বেঁধেছে বাসা
প্রতিবাদী কণ্ঠে নেই আকুলতার আভাস
জীর্ণ কায়া জলন্ত অগ্নি নীরবে পুড়া লাশ
হে বিবেকহীনা সমাজ! মৌনতা ভেঙে ফেলো।
মুখোশের অন্তরালে তোমার কেন লুকোচুরি
চারিদিকে অমানিশা হঠাৎ মৃদু বাতাসের বেগ
চেনা শহর ঘুমন্ত পৃথিবী বিবর্ণ ছায়ায়
আলো ভরা ধরা, তবু আঁধারে ঢাকা
নীরবতার বেড়াজালে দৃষ্টিতে আর্তনাদ
করুণ সুরে ক্ষীণালোকে চাহে কৃপা
হে নিষ্ঠুর পৃথিবী! তুমি কি ঘুমিয়ে?

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..