আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো
একটাই আঙুল একটাই সেতার
যতোবার সুর তুলি তোমার নাম ততবার
একটাই পথ একই পথে যাত্রা
রাখিনি তো খোঁজ কিছুর হিসেবের মাত্রা।
যতবার কাছে আসি তারও বেশি দূরে
একই মনে সুর তোলে কিবোর্ডের সুরে
এক হাতে বাজে নাকো মধুমাখা তালি
ভাঙা মনে জোড়ে নাকো ক্ষত জোড়াতালি।
গভীরতা যত বেশি তত থাকে ভুল
আঁধারেও ফুটে কিছু নিশীথের ফুল
চোখে জল ছলছল বুকে জমা শোক
আবছায়া ভেসে উঠে কোন প্রিয় মুখ।
যত চাই ভুলে থাকি তারও বেশি মনে
অকারণ গান গাই আঁধারের সনে
বাহিরটা কোলাহল ভেতরটা চুপ
একই চোখে একই জিনিস ভিন্নতা রুপ।
জল চোখে চেয়ে থাকি কারও পথ চেয়ে
সেই চোখে বর্ষা আসে যেনো ধেয়ে
কেউ চায় ভুলে থাকি ভাগ্যটা মেনে
ভালো আছো ভুলে আছো এটুকু জেনে।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..
হৃদয়ের গহীনে তুমি ভয়ানক এক শূন্যতা নিয়ে তোমার দ্বারে কড়া নেড়েছিলেম। কিন্তু তুমি বিস্ময়ে ফিরিয়ে…..