ভালো আছো, ভুলে আছো

মনিরা মনি
কবিতা
Bengali
ভালো আছো, ভুলে আছো

ভালো আছো, ভুলে আছো

একটাই আঙুল একটাই সেতার
যতোবার সুর তুলি তোমার নাম ততবার
একটাই পথ একই পথে যাত্রা
রাখিনি তো খোঁজ কিছুর হিসেবের মাত্রা।

যতবার কাছে আসি তারও বেশি দূরে
একই মনে সুর তোলে কিবোর্ডের সুরে
এক হাতে বাজে নাকো মধুমাখা তালি
ভাঙা মনে জোড়ে নাকো ক্ষত জোড়াতালি।

গভীরতা যত বেশি তত থাকে ভুল
আঁধারেও ফুটে কিছু নিশীথের ফুল
চোখে জল ছলছল বুকে জমা শোক
আবছায়া ভেসে উঠে কোন প্রিয় মুখ।

যত চাই ভুলে থাকি তারও বেশি মনে
অকারণ গান গাই আঁধারের সনে
বাহিরটা কোলাহল ভেতরটা চুপ
একই চোখে একই জিনিস ভিন্নতা রুপ।

জল চোখে চেয়ে থাকি কারও পথ চেয়ে
সেই চোখে বর্ষা আসে যেনো ধেয়ে
কেউ চায় ভুলে থাকি ভাগ্যটা মেনে
ভালো আছো ভুলে আছো এটুকু জেনে।

মূলত কবিতা লিখেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। প্রকাশিত কবিতার বই দুটি। থাকেন ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..