প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভাবনার ক্লোরফিল দৃশ্য বোনে উল ও কাঁটায়। পড়ে যাওয়া ঘর তুলে নেয় আলগোছে। বাফারিং থেমে গেলে সটান ঢুকে পড়ে সিমুলেসান থিওরিতে। বিরাট শিশুর কাছে মন কৃষি কথা শোনে আর পতিত জমি খোঁজে। খোঁজা সাঙ্গ হলে জৈব ও অজৈব পান্ডুলিপি লেখে। লেখে রাসায়নিক বিক্রিয়ার কোরিওগ্রাফ। উজান ভাটা উপেক্ষা করে চলা আলো ভেঙ্গে যায় অনন্তের পথে।
গোটা আপেল আর একটুখানি কামড়ে খাওয়া আপেল, নববধুর কপালে অক্ষত গোল টিপ ও লেপ্টে যাওয়া সিঁদুর সময়ের টোটেম। প্রবাদ ও পরিখা টপকে দল ও দলিতদের জন্য যারা খেটে মরে, একদা রামরাজ্য থেকে অবসর নিয়ে এখন স্বর্গরাজ্যের দিকে যাচ্ছে যারা তাদের জন্যে মেঘের থেকে বজ্র নামিয়ে আনেন ইন্দ্রনাথ। হ্যাঁ সেই মেঘ যে মেঘে কালিদাস রমনীরূপ দেখেন ।
সাপ ও সাধিকা বিনা তেলে সলতে উস্কে চলেছে। দেয়ালা দেখবে বলে নাটমন্দির সাজায়। অলকা- তিলকার শ্রীকপালে নাচে ভিতরবিড়ালী। চেটে পুটে খায় আঁশ গন্ধ। বজ্রপাতে জ্বলন্ত তালগাছের মত সোজা দাঁড়িয়ে যজ্ঞের সমিধ জ্বলে পুড়ে খাক। না পাওয়া স্বীকৃতির খোঁজে একদল হিংসা হিংসি খেলে। আয়না ভেঙে বাড়িয়ে নেওয়া সংখ্যায় জিতে নিতে চায় পাঠক।
অসুস্থ লালি বিড়ালী শুশ্রূষা নেবে বলে ফিরে এসেছে। তার হারানোর গল্প ও প্রতিদিনের দেখা দৃশ্যাবলীও কবিতায় আশ্রয় চায়। টুকরো দৃশ্যগুলি জোড়া দিতে দিতে একটা গোটা কলোনি রচনা করে ফেলি নিজেরই অজান্তে। তারপর পাখি উড়িয়ে দিই। গোরু মোষ চড়াই। ঝোপ ঝাড় জঙ্গলময় জীবনে বাধাপ্রাপ্ত ওঠা আর গোত্যা খেয়ে পড়ার দৃশ্য জুড়তে জুড়তে কত মিথ্যে সত্যি হয়ে যায়। আর সত্যি উপলব্ধি শেষ পর্যন্ত মিথ্যে হতে চেয়ে এক গৃহত্যাগী বিড়ালী হয়ে যায়
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..