ভুলে যাওয়া কৈশোর

ফিরোজ আখতার
কবিতা
Bengali
ভুলে যাওয়া কৈশোর

ভুলে যাওয়া কৈশোর

থ্রু ট্রেনটা চলে যাবার পর
রামধনু-ছাপা শাড়ী, ও’পাড়ের প্ল্যাটফর্ম
সেই শান্ত তুই, সাথে তোর বর
কত বছর হলো ? ষোল হবে কমসে কম

উঠে গেলি ওভারব্রিজে, আকাশপথে
সাথে তোর বর, তোর ঘর ; ভুলে যাওয়া কৈশোর
পড়ে থাকল রোদ, বিপন্ন বিকেলের শপথে
দিনটা কাচের ছিল, ভঙ্গুর আর ফেনায় মুখর

এ’পাড়ে ট্রেনের আওয়াজ, যাত্রীদের কোলাহল
উঠলাম আমিও, যেতে হবে আমাকেও ঘর
ধুসর ধূলো’র আবেগ; আর সঙ্গে জনতা’র ঢল
সাথে আমার বউ, আমার ঘর, ভুলে যাওয়া কৈশোর।

 

প্রেম মানে…

প্রেম মানে কৈশোরের আবেগ, হঠাৎ বুকে ব্যথা
প্রেম মানে শরতের পেঁজা মেঘ, না বলা কত কথা

প্রেম মানে এক পলক দেখা, আনত চোখের কাজল
প্রেম মানে হঠাৎ কবিতা লেখা, দীঘিশালুকের ছল

প্রেম মানে বৃষ্টি’র বাসস্ট্যান্ড, পায়েপায়ে হাঁটা কিছুক্ষণ
প্রেম মানে নতুন বাংলাব্যান্ড, মনের সাথে মেলানো মন

প্রেম মানে আলুকাবলি, তেঁতুলজলে ফুচকা’র হাবুডুবু
প্রেম মানে নদীর জমা পলি, হঠাৎ পাওয়া মিঠি চুমু

প্রেম মানে দূরে চলে যাওয়া, না থেকেও থাকা সবসময়
প্রেম মানে চেনা গন্ধ পাওয়া, অকারণে, সময় ও অসময়।

 

যে বুকে বালিয়াড়ি নেই

যে বুকে বালিয়াড়ি নেই,
রূপান্তরের যোগ্য সে নয়
যে বুকে মাদলের ডাক নেই
প্রেমের ছন্নছাড়া সে নয়

যে নাভি স্বার্থপর বড়ো
কবুতরের পালক সে নয়
কামুকের গোলার্ধে পিছল
তিরতির নদী সে নয়

যে মেয়ে ছায়াপথ ছোঁয়
মৎসকন্যা সে তো নয়
চুম্বনের দাগ যে ধোয়
সে নারী বিষণ্নতা নয়।

 

ভুল স্বীকার

জীবনে এতবার ভুল স্বীকার
আর কারও কাছে করিনি

তবু একটা ইচ্ছা জাগে মনে

একদিন ভুল করেও তোমার কাছে
মাথা উঁচু করে দাঁড়াব
তুমি, মৃদু হেসে বলবে,
“কিছুই ভুল করনি”

আমি অপলক তোমার
প্রেমে ভেজা ঠোঁটের দিকে তাকিয়ে থাকবো

তুমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

যাযাবর

যাযাবর

যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..