প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভূতকাব্য
বাতাস ফিরিয়ে দেয় বেদনার ডাক
অশরীরী কাঁদে, কান্না চিনে রাখ…
দুই
তাকে ডাকি, ছায়ারা দাঁড়ায় এসে
পড়েছি অশরীরীর প্রেমে অবশেষে!
তিন
নয় অশরীরী জানি, তবু পাই না তার দেখা
ভূত চতুর্দশীর উপাসনা সেখান থেকেই শেখা
চার
ফেরা হয় না তবু ফিরে ফিরে আসি
অশরীরী হ্যালোইন, বলি ভালোবাসি
পাঁচ
পড়েছি তার প্রেমে খুব, শরীরী নয় জেনে
শরীর নয় জুড়ে থাকে আমার অবসেশনে
ছয়
শরীর নশ্বর, অশরীরী অবিনশ্বর তাই
শূন্যতার জগতে তোমাকে দ্বিধাহীন চাই
কোথাও যাবো না
তাকে বলে দিও, যাবো না কোথাও ফেলে প্রিয় ভূমি
যতই রুদ্র হও, যতটা ক্রুর সাথে ঝঞ্ঝার মৌসুমি;
জানি কেটে যাবে, নির্ঘাত দেখা হবে কাঙ্খিত দিনে
প্রতিক্ষায় স্থির, মৌন পাহাড় এক জন্মভূমির ঋণে।
বিপ্লব
একদিন ভেবেছিলাম বিপ্লব হবে
কবে,
উত্তর খুঁজেছি বহুদিন
সময় দুঃসময়ে হয়েছে লীন;
মুক্তির মেলেনি দেখা
বিপ্লব মিথ্যা বিপ্লবের কাছ থেকেই শেখা।
পাহাড় বিষয়ক
শহরে যাপন করি উদ্বাস্তু রাত
নিজের সাথে সংঘাত
প্রতিক্ষণ
কী অদ্ভুত একা তাপিত জীবন!
পাহাড় সে ডাকে ভূমিপুত্র ভেবে
সব সবুজ আমায় দেবে
সাথে চূড়াসম সুখ
পাহাড় শুষে নেবে সে সকল অসুখ।
পাহাড় ডাকে চলো তো যাই
এবং হারাই …
দুই
কতদিন যাওয়া হয় না পাহাড়ের কাছে
রয়েছে তার কাছে আরাধ্য ঋণ,
অথচ এ জীবন ঘিরে রয় কংক্রিট
মানুষেরা থাকে সব কড়ির অধীন।
তিন
স্মৃতিবদ্ধ গারোপাহাড় আবদ্ধ সবুজের দিন
মনে পড়ে যায়, চন্দ্রাহত রাত গায় উদাসীন;
হায় গারোপাহাড়, হায় সে অলৌকিক গান
ফিরে যেতে সে পথে নামে পদব্রজে আপ্রাণ।
পুঁজিবাদ
তোমাকে কিনেছি কাল রাতে
যেভাবে বাজার থেকে কিনি আলু পটল নানান গেরস্থালি
তেমনি কেনা, তোমাকেও খাদ্য ভেবে কিনেছি
যেমন কিনি গরু কিংবা খাসির গোশত;
তোমাকে কিনেছি কাল রাতে
তুমি যেভাবে কেনো চুড়ি শাড়ি আলতা নূপুর
ঠিক সেভাবে তোমাকে সজ্জা ভেবে কেনা
রাতের শয্যার সজ্জায় পরে নেবো তোমাকে;
তোমাকে কিনেছি কাল রাতে
খাবো আর পরবো, চিবিয়ে এবং জাপটে…
শরীর বিজ্ঞান
ফিসফিসিয়ে বললে তুমি আজ
ফেলছি খুলে সাজ
দেখো,
লোভ ঈর্ষা এবং সকল পাপ শেখো।
শিকারি
মাছ শিকারে আমি মাছরাঙা
মানুষ শিকারে?
হ্যাঁ, আমি প্রেমিকা হয়ে উঠি…
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..