প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ছক
নীল অখণ্ড শামিয়ানা মাথায় —–
খন্ড খন্ড মানবিকতার উত্তাল সমুদ্রে ,
ছায়া ছায়া পথ অশরীরী ছোঁয়া |
রক্ত চন্দ্রিমা বুকে চুপিসারে
পথ চলা উত্তরায়ণ থেকে দক্ষিনায়নের |
দক্ষিণা বাতাসে দীর্ঘশ্বাস কানের পাশে —–
ঝেড়ে ফেলা |
ধুক পুক হৃদপিণ্ডে ছলাৎ ছলাৎ |
দুহাতে টিপে ধরা কন্ঠনালী
বারণ আছে রক্তক্ষরণ |
শুধু সয়ে যাওয়া ,তারপর ফুসফুসে আক্রমণ |
মানসিক ভারসাম্যহীন এক পঙ্গু সমাজের
ততোধিক পঙ্গু অস্তিত্ব ,
কি জানি কি বলার চেষ্টায় জিভ জড়িয়ে গেছে |
তালগোল পাকানো ভালোবাসা ?
নাকী হিংস্র প্রতিহিংসার ছক ?
ভ্রান্তিবিলাস
চাওয়া গুলো পেতে যতটা সম্ভব শক্তি প্রয়োগে —
বল বিদ্যা বুদ্ধি,অস্ত্রে শান , করজোড়ে প্রার্থনায় !
নিজেকে জাহির ,জেতার আনন্দে |
এতটুকু পাওয়ার উত্তেজনা উদ্দাম |
আমি শক্তিমান |
তারপর নিঃসীম শূন্যতা
দীনহীন আবার চাওয়া ,আবার পাওয়ার লড়াই |
আবারও ভ্রান্তি ,আমি শক্তিমান |
ভ্রান্তিবিলাসে ভ্রান্ত পথিকের পথ চলা !
ছেড়ে দিতে বুঝি |
যে শক্তি ছাড়ায় প্রয়োগ ,পেতে তার অনেক কম |
আজ বুঝি আমি কত শক্তিমান |
আমার অন্তরের লৌহ প্রাচীরে মাথা কুটে মরে
তুচ্ছ চাওয়া পাওয়া |
তাই তাকেও বলি দিওনা সবটুকু তোমার পশ্রয়ে |
থাক না পাওয়া কিছু ,
লৌহপ্রাচীরে দৃঢ়তা আপন শক্তির পরিচয়ে |
স্বচ্ছ দীঘিজলে শান্তি ,
হাসিমুখ প্রস্ফুটিত পদ্ম, নিজেকে ভালোবাসা |
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..