আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
একেকটি পরিণাম মুছে ফেলে
চলে যেতে হয় প্রস্থানের দিকে।
তীক্ষ্ণ পেন্সিলে আঁকা
রত্নকোষাগারে যাবার সাতটি পথ
অনন্ত রাবারে মুছে, পিছু ও টান ফেলে
আমিও মাঝে মাঝে যাই,
দেখি পুড়ছে পুণ্যনৌকাগুলি
আর একান্তে তিক্ত বীণা,
দেখি বলরামের মুখ থেকে নির্গত হয়ে
সহস্রফণা অজগর সমুদ্রে চলেছে।
(Solitude is a true elixir)
এই রাইশর্ষের ক্ষেত গোধূমের উপেক্ষারেখা ধরে
চলে গেছে সরীসৃপের দেশে। তুমি সেখানেই রয়ে যাবে
বলে ভাবো, হালকা বেগুনি রঙের মেঘ যেখানে
এক অনন্ত-বাহু প্রেতের শরীর ঢেকে দিতে থাকে। ভালো থেকো,
বিদায়, এখন আমায় একা সামলাতে হবে বিষ পিঁপড়েদের।
তারপর আমিও ছেড়ে যাব এই পেখমের বিশ্বলোক।
আমরা হলাম সাইবার-ঘুঘু এক একজন। ইদানীং যখন বাঁশঝাড়ে মরতে চায় চাঁদ, আমরা দৌড়ে আসি। তর্ক ও করতালির মধ্যে একটি ময়ূর মেলে ধরে তার পেখম। আমি মুখ ফসকে আরও একবার বলে উঠি:
কিমিদম!
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..