প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
একেকটি পরিণাম মুছে ফেলে
চলে যেতে হয় প্রস্থানের দিকে।
তীক্ষ্ণ পেন্সিলে আঁকা
রত্নকোষাগারে যাবার সাতটি পথ
অনন্ত রাবারে মুছে, পিছু ও টান ফেলে
আমিও মাঝে মাঝে যাই,
দেখি পুড়ছে পুণ্যনৌকাগুলি
আর একান্তে তিক্ত বীণা,
দেখি বলরামের মুখ থেকে নির্গত হয়ে
সহস্রফণা অজগর সমুদ্রে চলেছে।
(Solitude is a true elixir)
এই রাইশর্ষের ক্ষেত গোধূমের উপেক্ষারেখা ধরে
চলে গেছে সরীসৃপের দেশে। তুমি সেখানেই রয়ে যাবে
বলে ভাবো, হালকা বেগুনি রঙের মেঘ যেখানে
এক অনন্ত-বাহু প্রেতের শরীর ঢেকে দিতে থাকে। ভালো থেকো,
বিদায়, এখন আমায় একা সামলাতে হবে বিষ পিঁপড়েদের।
তারপর আমিও ছেড়ে যাব এই পেখমের বিশ্বলোক।
আমরা হলাম সাইবার-ঘুঘু এক একজন। ইদানীং যখন বাঁশঝাড়ে মরতে চায় চাঁদ, আমরা দৌড়ে আসি। তর্ক ও করতালির মধ্যে একটি ময়ূর মেলে ধরে তার পেখম। আমি মুখ ফসকে আরও একবার বলে উঠি:
কিমিদম!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..