মজনু শাহ’র কবিতা

মজনু শাহ
কবিতা
Bengali
মজনু শাহ’র কবিতা

একেকটি পরিণাম মুছে ফেলে
চলে যেতে হয় প্রস্থানের দিকে।
তীক্ষ্ণ পেন্সিলে আঁকা
রত্নকোষাগারে যাবার সাতটি পথ
অনন্ত রাবারে মুছে, পিছু ও টান ফেলে
আমিও মাঝে মাঝে যাই,
দেখি পুড়ছে পুণ্যনৌকাগুলি
আর একান্তে তিক্ত বীণা,
দেখি বলরামের মুখ থেকে নির্গত হয়ে
সহস্রফণা অজগর সমুদ্রে চলেছে।

দুই.

(Solitude is a true elixir)

এই রাইশর্ষের ক্ষেত গোধূমের উপেক্ষারেখা ধরে
চলে গেছে সরীসৃপের দেশে। তুমি সেখানেই রয়ে যাবে
বলে ভাবো, হালকা বেগুনি রঙের মেঘ যেখানে
এক অনন্ত-বাহু প্রেতের শরীর ঢেকে দিতে থাকে। ভালো থেকো,
বিদায়, এখন আমায় একা সামলাতে হবে বিষ পিঁপড়েদের।
তারপর আমিও ছেড়ে যাব এই পেখমের বিশ্বলোক।

তিন. 

আমরা হলাম সাইবার-ঘুঘু এক একজন। ইদানীং যখন বাঁশঝাড়ে মরতে চায় চাঁদ, আমরা দৌড়ে আসি। তর্ক ও করতালির মধ্যে একটি ময়ূর মেলে ধরে তার পেখম। আমি মুখ ফসকে আরও একবার বলে উঠি:
কিমিদম!

মজনু শাহ, জন্ম ২৬ মার্চ ১৯৭০, গাইবান্ধায়। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ — আনকা মেঘের জীবনী (১৯৯৯), লীলাচূর্ণ (২০০৫), মধু ও মশলার বনে (২০০৬), জেব্রামাস্টার (২০১১), ব্রহ্মাণ্ডের গোপন আয়না (২০১৪), আমি এক ড্রপআউট ঘোড়া (২০১৬), বাল্মিকীর কুটির(২০১৮)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ