মহান বানিজ্য মন্ত্রী

রুদ্র অয়ন
রম্য রচনা
Bengali
মহান বানিজ্য মন্ত্রী

 

এক রাজার রাজ্যে কিছু চাল ব্যবসায়ী একজোট হয়ে ব্যবসায়ী সংগঠনের নেতার কাছে গিয়ে বললো, ‘মহাশয়, অনেক বছর যাবত চাল ২০ টাকা কেজি দরে বিক্রি করে আসছি। এখন দাম বাড়িয়ে ২৫ টাকা দরে বিক্রি করতে চাই।’
নেতা বললেন, ‘বানিজ্য মন্ত্রীকে বলে দেখি কি করা যায়।’

পরদিন নেতা বানিজ্য মন্ত্রীর কাছে গিয়ে বললো, ‘মাননীয় মহাদয়, অনেক বছর যাবত ২০ টাকা কেজি দরে চাল বিক্রি করি। এখন দাম বাড়িয়ে ২৫ টাকা দরে বিক্রি করতে চাই। আপনি যদি অনুমতি দেন!’

মন্ত্রী বললেন, ‘যাও, কাল থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করো!’

নেতা বললো, ‘না না, মহাদয়, প্রতি কেজি ২৫ টাকা হলেই চলবে!’

মন্ত্রী বললেন, ‘চুপ করে থাকো! আর আমি যে দাম বাড়াতে বলেছি, কাউকে বলোনা!’

ব্যবসায়ী সংগঠনের নেতা খুশি মনে ফিরে গেলো।

পরের দিন থেকে চালের কেজি ৬০ টাকা!

সারা রাজ্যে বিক্ষোভ, প্রতিবাদ শুরু হয়ে গেলো। জনগণ ক্ষেপে গিয়ে বানিজ্য মন্ত্রীর কাছে বিচার দিয়ে বললো, ‘মাননীয় মহাদয়, আমাদের বাঁচান! ২০ টাকার চাল ৬০ টাকা হলে আমরা বাঁচবো কি খেয়ে! এটা ভিশন অন্যায় হচ্ছে।’

বানিজ্য মন্ত্রী হুংকার দিলেন, ‘ব্যবসায়ী সংগঠনের নেতাকে ধরে আনো! এই অন্যায় সহ্য করা যায় না!’

এরপর ঘোষণা দিলেন, আগামীকাল থেকে চালের কেজি অর্ধেক। মানে ৩০ টাকা কেজি।

রাজ্য জুড়ে ধন্য ধন্য শুরু হয়ে গেলো! এমন একজন জন দরদী, মহান বানিজ্য মন্ত্রী ছিলো বলে! না হলে সাধারণ জনগণের কি অবস্থা হতো!

ব্যবসায়ী সংগঠনের নেতা ও চাল ব্যবসায়ীরা খুশি!
জনগণও খুশি!
মন্ত্রীও খুশি!

এরপর বানিজ্য মন্ত্রী গোপনে ব্যবসায়ী সংগঠনের নেতাকে ডেকে এনে বললেন, ‘তুমি চালের দাম কেজি প্রতি ২৫ টাকা রেখে বাকি ৫ টাকা করে আমাকে দিবে। কেউ যেন না জানে।’

রুদ্র অয়ন। কবি।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ