মাধুকরী

অন্তরা দাঁ
কবিতা
Bengali
মাধুকরী

মাধুকরী

যদি কোন একদিন
সব থামিয়ে দিয়ে বলো
‘ভালোবাসি বলেছিলাম নাকি? ‘
কি উত্তর দেব বলোতো?
ভালোবাসা আমায় উনিশবছর ধরে
ডুগডুগি শব্দে বাঁদরনাচ নাচিয়েছে।
এখন শরীর থেকে
খুলে ফেলেছি সাজপোষাক
ছাল-বাকল সব…সবকিছু।
তবু আজও ঠায় দাঁড় করিয়ে রেখেছ
দরজার বাইরে।
লক্ষণগন্ডি টেনে রেখে বলেছো
‘আমি তো আছি!’

এই শহরে, রাস্তাধূলোয়, যাপনে
নিয়ন আলোর বৃত্তে, অভ্যাসে
আমিও তো আছি।
তবু করুণার মুঠো আলগা করে
গন্ডুষজলে তেষ্টা মেটাও
অনন্তপিপাসা নিয়ে মাধুকরী দান
ভিখারীদের কোন অপশন থাকে না যে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

বেশরম

বেশরম

বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..

তোমার জন্য

তোমার জন্য

পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..