প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
যদি কোন একদিন
সব থামিয়ে দিয়ে বলো
‘ভালোবাসি বলেছিলাম নাকি? ‘
কি উত্তর দেব বলোতো?
ভালোবাসা আমায় উনিশবছর ধরে
ডুগডুগি শব্দে বাঁদরনাচ নাচিয়েছে।
এখন শরীর থেকে
খুলে ফেলেছি সাজপোষাক
ছাল-বাকল সব…সবকিছু।
তবু আজও ঠায় দাঁড় করিয়ে রেখেছ
দরজার বাইরে।
লক্ষণগন্ডি টেনে রেখে বলেছো
‘আমি তো আছি!’
এই শহরে, রাস্তাধূলোয়, যাপনে
নিয়ন আলোর বৃত্তে, অভ্যাসে
আমিও তো আছি।
তবু করুণার মুঠো আলগা করে
গন্ডুষজলে তেষ্টা মেটাও
অনন্তপিপাসা নিয়ে মাধুকরী দান
ভিখারীদের কোন অপশন থাকে না যে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..