মানা

তারাশংকর বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
মানা

মানা

চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি
নির্জনতায় ব্যাপ্ত করিডোর
ছাদ  জানত সঠিক পরিমিতি
রাত জানত কখন হবে ভোর।

নিঃস্ব মনের হাজারও যন্ত্রণা
যে জানে সে আরও অনেক জানে
দিনের শেষে বুঝতে পারে সবই
একই কথার অনেক রকম মানে।

কোন কথাটি বুকের মধ্যে ফাটে
কোন কথাটি ফুলের মতো হাসে
যাদের কথা তারাই কি আর জানে
কথারা তবু সুরের মতো ভাসে।

সিঁড়ির উপর পায়ের চিহ্ন আছে
রেলিং জানে কাদের হাতের ছাপ
জীবন জানে কোনটা সুখের স্মৃতি

কোন টা ছিল শুধুই মনস্তাপ!

 

তবুও আরও এমন কিছু থাকে

তুমিও জানো আমারও কিছু জানা

যখনই চাই সবাইকে তা বলি

কে যেন বলে, কাউকে বলা মানা।

তারাশংকর বন্দ্যোপাধ্যায়। কবি ও গদ্যকার। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের বাঁকুড়া জেলায়। এবং কর্মসূত্রে কলকাতায় বসবাস। বর্তমানে অবসরপ্রাপ্ত। লেখালেখি শুরু সত্তরের দশক থেকে। প্রকাশিত বই: ‘মার্কিন মুলুকে, মফস্বলে’(২০২০)। যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘রক্তাক্ত চন্দনের বনে’(১৯৭৭) এবং ‘সপ্তর্ষির আলো’(২০১৫)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..