দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
মানা
চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি
নির্জনতায় ব্যাপ্ত করিডোর
ছাদ জানত সঠিক পরিমিতি
রাত জানত কখন হবে ভোর।
নিঃস্ব মনের হাজারও যন্ত্রণা
যে জানে সে আরও অনেক জানে
দিনের শেষে বুঝতে পারে সবই
একই কথার অনেক রকম মানে।
কোন কথাটি বুকের মধ্যে ফাটে
কোন কথাটি ফুলের মতো হাসে
যাদের কথা তারাই কি আর জানে
কথারা তবু সুরের মতো ভাসে।
সিঁড়ির উপর পায়ের চিহ্ন আছে
রেলিং জানে কাদের হাতের ছাপ
জীবন জানে কোনটা সুখের স্মৃতি
কোন টা ছিল শুধুই মনস্তাপ!
তবুও আরও এমন কিছু থাকে
তুমিও জানো আমারও কিছু জানা
যখনই চাই সবাইকে তা বলি
কে যেন বলে, কাউকে বলা মানা।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..