বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
মানা
চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি
নির্জনতায় ব্যাপ্ত করিডোর
ছাদ জানত সঠিক পরিমিতি
রাত জানত কখন হবে ভোর।
নিঃস্ব মনের হাজারও যন্ত্রণা
যে জানে সে আরও অনেক জানে
দিনের শেষে বুঝতে পারে সবই
একই কথার অনেক রকম মানে।
কোন কথাটি বুকের মধ্যে ফাটে
কোন কথাটি ফুলের মতো হাসে
যাদের কথা তারাই কি আর জানে
কথারা তবু সুরের মতো ভাসে।
সিঁড়ির উপর পায়ের চিহ্ন আছে
রেলিং জানে কাদের হাতের ছাপ
জীবন জানে কোনটা সুখের স্মৃতি
কোন টা ছিল শুধুই মনস্তাপ!
তবুও আরও এমন কিছু থাকে
তুমিও জানো আমারও কিছু জানা
যখনই চাই সবাইকে তা বলি
কে যেন বলে, কাউকে বলা মানা।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..