প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি
নির্জনতায় ব্যাপ্ত করিডোর
ছাদ জানত সঠিক পরিমিতি
রাত জানত কখন হবে ভোর।
নিঃস্ব মনের হাজারও যন্ত্রণা
যে জানে সে আরও অনেক জানে
দিনের শেষে বুঝতে পারে সবই
একই কথার অনেক রকম মানে।
কোন কথাটি বুকের মধ্যে ফাটে
কোন কথাটি ফুলের মতো হাসে
যাদের কথা তারাই কি আর জানে
কথারা তবু সুরের মতো ভাসে।
সিঁড়ির উপর পায়ের চিহ্ন আছে
রেলিং জানে কাদের হাতের ছাপ
জীবন জানে কোনটা সুখের স্মৃতি
কোন টা ছিল শুধুই মনস্তাপ!
তবুও আরও এমন কিছু থাকে
তুমিও জানো আমারও কিছু জানা
যখনই চাই সবাইকে তা বলি
কে যেন বলে, কাউকে বলা মানা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..