স্মৃতির আঙিনায়
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি
নির্জনতায় ব্যাপ্ত করিডোর
ছাদ জানত সঠিক পরিমিতি
রাত জানত কখন হবে ভোর।
নিঃস্ব মনের হাজারও যন্ত্রণা
যে জানে সে আরও অনেক জানে
দিনের শেষে বুঝতে পারে সবই
একই কথার অনেক রকম মানে।
কোন কথাটি বুকের মধ্যে ফাটে
কোন কথাটি ফুলের মতো হাসে
যাদের কথা তারাই কি আর জানে
কথারা তবু সুরের মতো ভাসে।
সিঁড়ির উপর পায়ের চিহ্ন আছে
রেলিং জানে কাদের হাতের ছাপ
জীবন জানে কোনটা সুখের স্মৃতি
কোন টা ছিল শুধুই মনস্তাপ!
তবুও আরও এমন কিছু থাকে
তুমিও জানো আমারও কিছু জানা
যখনই চাই সবাইকে তা বলি
কে যেন বলে, কাউকে বলা মানা।
স্মৃতির আঙিনায় মনের মাঝে জমা চুপকথাদের ভিড়, তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়। সহসা হাজার…..
দেখা হলে হবে দেখা হলে হবে নাহলে কি মনখারাপ হবে? আগের মতো? অপেক্ষাও মেঘ হত…..
পাষাণের প্রেম বিকট নিঃশব্দে নিপুণ সীমানা প্রাচীর তুলেছ বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনা গতিরোধ করো…..
মানা চিলেকোঠায় লুকিয়ে আছে স্মৃতি নির্জনতায় ব্যাপ্ত করিডোর ছাদ জানত সঠিক পরিমিতি রাত জানত কখন…..