প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে
প্রতিটি ভোর হয়।
ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার আগেই
আমাদের টেনেহিঁচড়ে লাশকাটার ঘরে নিয়ে যেত চায়
উল্টো পায়ে হেঁটে যাওয়া সময়;পুরতে চায় কালো কফিনে।
আমাদের জয়তু গৃহে চলে নরপিশাচের উল্লাসধ্বণি।
দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলি, ভাসতে থাকি
অকুল পাথারে।
অতঃপর কোরআন, বাইবেল, মহাভারত, ত্রিপিটক নিয়ে।
উঠে পড়ি নুহের কিস্তিতে, সাথে মানুষ নামের বিড়ম্বনা।
মরবার তাগিদেই তরবারী সাহসে আবার বেঁচে উঠি।
অথচ আমাদের মাপতে পারে না ভাগ্যবিড়ম্বিত বাটখারা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..