মানুষ নামের বিড়ম্বনা

মনোয়ারা স্মৃতি
কবিতা
Bengali
মানুষ নামের বিড়ম্বনা

 

নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে
প্রতিটি ভোর হয়।
ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার আগেই
আমাদের টেনেহিঁচড়ে লাশকাটার ঘরে নিয়ে যেত চায়
উল্টো পায়ে হেঁটে যাওয়া সময়;পুরতে চায় কালো কফিনে।
আমাদের জয়তু গৃহে চলে নরপিশাচের উল্লাসধ্বণি।
দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলি, ভাসতে থাকি
অকুল পাথারে।
অতঃপর কোরআন, বাইবেল, মহাভারত, ত্রিপিটক নিয়ে।
উঠে পড়ি নুহের কিস্তিতে, সাথে মানুষ নামের বিড়ম্বনা।
মরবার তাগিদেই তরবারী সাহসে আবার বেঁচে উঠি।
অথচ আমাদের মাপতে পারে না ভাগ্যবিড়ম্বিত বাটখারা।

মনোয়ারা স্মৃতি। কবি। বাস করেন ঢাকা বিভাগের নরসিংদীতে। লিখছেন দীর্ঘদিন ধরেই। মূলত কবিতা লিখেন। কিন্তু গল্পতেও আগ্রহ রয়েছে তার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..