মায়াবিনী

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
মায়াবিনী

মায়াবিনী

নিঃশ্বাসে বাতাস বিষের নীলে জর্জরিত
ভালোবাসার রঙ সেখানে ধূলিসাত
বৃথাই মায়ার বাঁধনে আটকে আছি দুজন
হৃদয়ের টানে আজ বড্ড অভিমানের সুর
সুতোয় বাঁধা জীবনের মেঘ আঁধারে ঢাকা
করুণার কৃপা মায়াজালে বিভোরে অন্ত
লগ্নে অফুরন্ত স্মৃতি প্রাণহীন অস্তিত্ব
সুখ যেন ধোঁয়াশা শ্রাবণের কালো মেঘ
হাওয়ার বেগে মেঘের ভেলায় খেলে ঢেউ
নীরবে সুদৃষ্টি মনের আবেগে কষ্টের পাহাড়
একাকিত্বের যন্ত্রণা বহে সমান্তরাল
অপেক্ষা যেন পিছুটানে ইরাশার হাতছানিতে
কেন এই মৌনতার বেড়াজালে আবদ্ধ
হারানো স্মৃতিতে ভালোবাসার তীব্র মায়াজাল।

ফাগুন বৃষ্টিধারা

ফাগুনের বৃষ্টি উষ্ণতায় ছড়ায় আবেগ
স্নিগ্ধ পরশ আলতো স্পর্শে চুমু আঁকে
দুচোখ দেখে স্বপ্ন ভালোবাসা অবিরত
চারিদিকে হিমেল হাওয়া মুগ্ধতায় দৃষ্টি
দু’কদম পায়ে হেঁটে খুঁজি স্বীয় অস্তিত্ব
হে নীরব !প্রেম যেন আমায় পিছু ডাকে
কোথায় তোমার ঝরা পাতা শান্ত এ দেহ
অধরে নিভৃতে অপেক্ষার প্রহরে ভালোবাসা
ছোট্ট ছোট্ট অভিব্যক্তি প্রেমে দেয় পূর্ণতা
গভীর নোনাজলে হারিয়ে পথ শান্ত
নিবিড় সম্পর্কে তুমি আমি মিলে
একমুঠো সুখ খুঁজি দূরের গগনে
শুধু চারিদিকে তোমার সান্নিধ্যে আবেগের রেশ
আগুনের ফুলকি হয়ে হৃদয় করো উত্তপ্ত।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..