যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
মাস্তুলপাড়
পুরোনো আয়নার কাছে হাল ছেড়ে রেখেছি । মাস্তুলপাড় । ঝাঁপাতে
হবে বলে কেঁপে যায় । বনসুমারী ভিত্তিক এই আঙুল । এসো , সঠিক
নির্বাচন করো এই ছত্রাকের । আড়ভাঙা মৌমাছির জল্ভাতে । কতোটা
গভীর হলে ফিতে কেটে চাঁদে ওঠা যাবে , ঘুমন্ত মালগাড়ী সেসব জানেনা ।
ফুটিফাটা রোমকূপে লিখে রাখো , ফিরে আসা নাম । রেখো , হলুদ ডানার
পায়চারী ।
ডালপালা নামিয়ে রেখে কোনও গাছ তীরের হেমন্তে থেমে গেছে ।
রবিবাসর
রোববার নেই
আজ রোববার
মলমে ছেড়ে আসা ব্যথা
ধানশীষ , গোটানো ছোবল
দাঁড়টানা পাথর দাঁড়িয়ে
তখনও
বৃষ্টি নয়
মেলামেশা নয়
শহর টাঙাতে টাঙাতে আয়নায়
জল থেকে গেছে
দেশ
ফুটো হয়ে যাচ্ছি । যারা আলোব্যবসা করতে এসেছিল, তারা কেউ
সকাল দেখেনি । এস্রাজের পায়ে ডানার গন্ধ লেগে । বেশ ঝাউভাব
জাগে সহজ পুরাণে । প্রথার বাইরে যে গাছ প্রথম ছদ্মবেশ বাজারে এনেছে
তাকে প্রতিদিন শেখাই তাকে রাখা বন্দুকের নল । কুচকাওয়াজের প্রেম প্রেম
ভাব । খিদেমাসে যুদ্ধ রেঁধে খাই । আস্তে আস্তে দেশ হয়ে উঠি ।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..