মাস্তুলপাড়

শৌভিক দত্ত
কবিতা
Bengali
মাস্তুলপাড়

মাস্তুলপাড়

পুরোনো আয়নার কাছে হাল ছেড়ে রেখেছি । মাস্তুলপাড় । ঝাঁপাতে
হবে বলে কেঁপে যায় । বনসুমারী ভিত্তিক এই আঙুল । এসো , সঠিক
নির্বাচন করো এই ছত্রাকের । আড়ভাঙা মৌমাছির জল্ভাতে । কতোটা
গভীর হলে ফিতে কেটে চাঁদে ওঠা যাবে , ঘুমন্ত মালগাড়ী সেসব জানেনা ।
ফুটিফাটা রোমকূপে লিখে রাখো , ফিরে আসা নাম । রেখো , হলুদ ডানার
পায়চারী ।

ডালপালা নামিয়ে রেখে কোনও গাছ তীরের হেমন্তে থেমে গেছে ।

 

রবিবাসর

রোববার নেই
আজ রোববার
মলমে ছেড়ে আসা ব্যথা
ধানশীষ , গোটানো ছোবল
দাঁড়টানা পাথর দাঁড়িয়ে
তখনও
বৃষ্টি নয়
মেলামেশা নয়
শহর টাঙাতে টাঙাতে আয়নায়
জল থেকে গেছে

 

দেশ

ফুটো হয়ে যাচ্ছি । যারা আলোব্যবসা করতে এসেছিল, তারা কেউ
সকাল দেখেনি । এস্রাজের পায়ে ডানার গন্ধ লেগে । বেশ ঝাউভাব
জাগে সহজ পুরাণে । প্রথার বাইরে যে গাছ প্রথম ছদ্মবেশ বাজারে এনেছে
তাকে প্রতিদিন শেখাই তাকে রাখা বন্দুকের নল । কুচকাওয়াজের প্রেম প্রেম
ভাব । খিদেমাসে যুদ্ধ রেঁধে খাই । আস্তে আস্তে দেশ হয়ে উঠি ।

শৌভিক দত্ত। কবি ও ব্যাঙ্কার। জন্ম ১ মে ১৯৭৩ খ্রিস্টাব্দ, ভারতের আসামের শিলচরে; বর্তমান নিবাস কলকাতা। বাবার বদলী চাকরির সুত্রে দীর্ঘদিন মেঘালয়ের শিলং-এ বসবাস। পড়াশোনাও সেখানেই। নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক করেছেন। বর্তমানে কলকাতায় ইউনিয়ন ব্যাঙ্কে কর্মরত। লেখালেখির...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

যাযাবর

যাযাবর

যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..