প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কৃষ্ণ তুইতো নামেই কালো
অঙ্গে ও দেখি নিকষ কালো
তবে কেন খুঁজিস ধলো ?
রাধা যদি হতো কালো
তবে বুঝি বাসতিস্ ভালো !
রঙ-বিলাসি, রঙ-বিহারি
তুই না সবার প্রেম-পূজারী !
এবার দোলে সবাই মোরা
কালো রঙে হব’ই কালো ।
কেমনে দেখি করিস্ এবার
চোখের ভাষায় প্রেমের বিচার ।
পুরুষ খোঁজে ঊর্বসী আর
নারী খোঁজে মাকাল ফল ,
আমারা সবাই ফেলনা বুঝি
নাই বা থাকল গায়ের রঙ !
তুই যদি হোস বিশ্ব প্রেমিক
সবাই কে তুই আপন কর ;
কি’ই বা ধর্ম,কি’ই বা বর্ন
সবার চোখে তুই প্রেমিক-বর ।
মনের ওপর জমছে পলি
বাইরে কেবল মুখোশী সঙ
সবার সাথে খেলছি হোলি
বালতি জলে কৌটো রঙ ।
রঙ লাগেনা শরীর ভেজায়
কফ্ বসে যায় ফুসফুসে
ক্ষণিক আগুন পাবার নেশায়
আতর মেখেছি মজলিশে ।
পায়ের তলায় চোরা বালি
ডুব সাঁতারে মাপছি তল
দু হাতে আজ মেখেছি কালি
তোমায় কেবল পাওয়ার ছল ।
বিষের জ্বালায় জ্বলছি সবে
নাগিন সুরে মন ভোলায়
পরিযায়ী সুখ পাবার ছলে
আবেগী মন শুধু থোমায় চায়
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..