লাইমুন নাহার সীমার কবিতা
নাগরিকত্ব আমার ধসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
কৃষ্ণ তুইতো নামেই কালো
অঙ্গে ও দেখি নিকষ কালো
তবে কেন খুঁজিস ধলো ?
রাধা যদি হতো কালো
তবে বুঝি বাসতিস্ ভালো !
রঙ-বিলাসি, রঙ-বিহারি
তুই না সবার প্রেম-পূজারী !
এবার দোলে সবাই মোরা
কালো রঙে হব’ই কালো ।
কেমনে দেখি করিস্ এবার
চোখের ভাষায় প্রেমের বিচার ।
পুরুষ খোঁজে ঊর্বসী আর
নারী খোঁজে মাকাল ফল ,
আমারা সবাই ফেলনা বুঝি
নাই বা থাকল গায়ের রঙ !
তুই যদি হোস বিশ্ব প্রেমিক
সবাই কে তুই আপন কর ;
কি’ই বা ধর্ম,কি’ই বা বর্ন
সবার চোখে তুই প্রেমিক-বর ।
মনের ওপর জমছে পলি
বাইরে কেবল মুখোশী সঙ
সবার সাথে খেলছি হোলি
বালতি জলে কৌটো রঙ ।
রঙ লাগেনা শরীর ভেজায়
কফ্ বসে যায় ফুসফুসে
ক্ষণিক আগুন পাবার নেশায়
আতর মেখেছি মজলিশে ।
পায়ের তলায় চোরা বালি
ডুব সাঁতারে মাপছি তল
দু হাতে আজ মেখেছি কালি
তোমায় কেবল পাওয়ার ছল ।
বিষের জ্বালায় জ্বলছি সবে
নাগিন সুরে মন ভোলায়
পরিযায়ী সুখ পাবার ছলে
আবেগী মন শুধু থোমায় চায়
নাগরিকত্ব আমার ধসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..