মায়ামৃগ 

আশিস ভৌমিক
কবিতা
Bengali
মায়ামৃগ 

কৃষ্ণ-কলি

কৃষ্ণ তুইতো নামেই কালো
অঙ্গে ও দেখি নিকষ কালো
তবে কেন খুঁজিস ধলো ?
রাধা যদি হতো কালো
তবে বুঝি বাসতিস্ ভালো !
রঙ-বিলাসি, রঙ-বিহারি
তুই না সবার প্রেম-পূজারী !
এবার দোলে সবাই মোরা
কালো রঙে হব’ই কালো ।
কেমনে দেখি করিস্ এবার
চোখের ভাষায় প্রেমের বিচার ।

পুরুষ খোঁজে ঊর্বসী আর
নারী খোঁজে মাকাল ফল ,
আমারা সবাই ফেলনা বুঝি
নাই বা থাকল গায়ের রঙ !
তুই যদি হোস বিশ্ব প্রেমিক
সবাই কে তুই আপন কর ;
কি’ই বা ধর্ম,কি’ই বা বর্ন
সবার চোখে তুই প্রেমিক-বর ।

রঙ-বেরঙ

মনের ওপর জমছে পলি
বাইরে কেবল মুখোশী সঙ
সবার সাথে খেলছি হোলি
বালতি জলে কৌটো রঙ ।

রঙ লাগেনা শরীর ভেজায়
কফ্ বসে যায় ফুসফুসে
ক্ষণিক আগুন পাবার নেশায়
আতর মেখেছি মজলিশে ।

পায়ের তলায় চোরা বালি
ডুব সাঁতারে মাপছি তল
দু হাতে আজ মেখেছি কালি
তোমায় কেবল পাওয়ার ছল ।

বিষের জ্বালায় জ্বলছি সবে
নাগিন সুরে মন ভোলায়
পরিযায়ী সুখ পাবার ছলে
আবেগী মন শুধু থোমায় চায়

মায়ামৃগ 

আর কত লুকোচুরি প্রলোভন মায়াজাল
মেঘের ভেতরে মেঘ হয়ে আছ তুমি
শুধু ছায়া পড়ে বুকে ।
এক দুর্নিবার পিপাসায় পুড়ে যায় মেঠো ঝিল
ধলা বক পাঁক ঘেঁটে উড়ে যায়
পড়েথাকে এঁটোকাঁটা ভাঙা ঝিনুকের খোল ।
সোনালি ধাপের শিস্ বিষন্ন পাতায়
শেষ রস পেয়েছিল কবে পোয়াতির আগে ।
অগস্ত্য গিয়েছে দুর পাহাড় পেরিয়ে
যোছনা ভাসায় মাঠ
আয়নায় দেখে চোখ প্রাচীন প্রতিলিপি
শিকড়ে ফাটল জাগে তবু ধরে রাখে মাটি ।
আকাশ উল্কি আঁকে পড়ন্ত বেলায়
গোপন শিহরন তবু সে ডরায়
মায়ামৃগ ধরিবার বড় সাধ তার !
রজকিনী ভাসায় প্রেম গোপন সংকেত
মরীচিকা ? না বিশুদ্ধ প্রেম ? বোঝেনি সে হায় !
এয়োতির লাল রঙ হৃদয় পোড়ায় ।।

নীলাঞ্জনা 

চোখ বুজলেই নীলাঞ্জনা দেখি আমি যাকে
তারই তল খুঁজতে গিয়ে হারাই নিজেকে ।
সমুদ্র ফেনায় লিখি নাম প্রেম লুকোচুরি
ধরতে গেলেই হারিয়ে ফেলি জীবনটা উদ্বায়ী ।
হেঁটেছি অনেক পথ প্রান্তর পেরিয়ে
শতাব্দীর ধুলোবালি লেগে থাকে গায়ে ।
একদিন ক্লান্তি ঘোর চোখ জুড়ে আসে
সবুজের নেশা দুরে সরে যায় নীল ভালবেসে ।
অতৃপ্ত সঙ্গম সুখ হিম আলিঙ্গন
হৃদয়ে বিলাপের রাগ সমুদ্র গর্জন ।
রোদমাখা গাঙচিল জলে দেয় ডুব
ভিজেছে কি দেহ তার ? তবু পায় সুখ ।
জীবন মরন এক ছাঁচে গড়া দুই সহোদর
খুঁজিতে সময় বৃথা কোথা মোর ঘর ।।

আশিস ভৌমিক। কবি ও শিক্ষক।  জন্ম ৫ এপ্রিল ১৯৭৪ খ্রিস্টাব্দ; ভারতবর্ষের পশ্চিমবঙ্গরাজ্যের পূর্ব মেদিনীপুর। সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক। শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা। প্রকাশিত বই: 'কবিতা জন্ম' (কাব্যগ্রন্থ)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..