প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অসহায় জীবনের একাকী পথিক আমি,
বঞ্চিত সকল সুখ ভালোবাসা থেকে-
আনমনা আমি, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে,
থমকে দাঁড়ায় জীবন, হাজার মানুষের ভীড়ে.
খুঁজে ফিরি আজও নিজেকে আত্মার গভীরে,
অস্তিত্বের সংকটে চলি বেপরোয়া নিয়তির হাত ধরে!
প্রাণের-ই খাঁচায় রেখেছি যে বেঁধে তোমায়,
খোঁজে মন তোমাকে,এই ঘুম হারানো চোখে,
দু-চোখ জুড়ে মায়ার বাঁধন-
মন খোঁজে সারাক্ষন, মনের মত মন.
সৃষ্টির মাঝে তুমি, তোমার মাঝে আমি,
যেটুকু জীবন বাকি,তোমার হৃদয়ে যেন থাকি-
প্রত্যহ খুঁজেছি তোমায়, বিরামহীন এই ব্যস্ততায়,
সহস্র রজনী কাটে নির্ঘুম, ক্ষীণ-তন্দ্রায় তার অবসান চাই!
হারিয়ে যাবো হয়তো কোনও এক সময়,
ব্যাস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে-
হারিয়ে যাবো মন থেকে চিরতরে
হয়তো যাবো হঠাৎ করেই-
একাকী নির্জনে নীরব অভিমানে.!
আকাশ ভেঙ্গে বৃষ্টি তুমি এলে অবশেষে,
এলোমেলো তালে,ছন্দের ধুমে মাতাল হয়ে.
উগ্র গর্জনে অন্তহীন আকাশে বৃষ্টিভেজা বাতাস,
অতঃপর আলো-আধারের দুনিয়ায় স্বস্তির নিঃশ্বাস.
হৃদয় ছুঁয়েছিলো ক্ষনিক মেঘের মগ্নতায়-
মনের আবেগে আবদ্ধ শ্রাবনের এই বৃষ্টিধারায়,
অস্হির এই প্রকৃতির মেঘ, ভাঙা বৃষ্টির সুর পাল্টায়.
কখন যেনও অন্য মনে ফাঁক ধরে ঐ মেঘে,
পূর্নিমা ঢেকে যায় প্রগাঢ় আঁধারের মাঝে,
ভরা সন্ধ্যায় প্রকৃতিতে নামে স্তব্ধতা…
বৃষ্টি থামে একনিমেষে,
গভীর বেদনায়, বিরামহীন শেষে!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..