বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
নামতে
নামতে
নামতে
উড়োজাহাজ একসময় মাটি ছুঁলো
সেখান থেকে ঝড়ের গতিতে ট্রেন ছুটছে
তারপর
পালিকাবাজার থেকে বাস ছুটল
জামপুরে এসে বাস অটোয় তুলে দিল
ব্যাগের বোঝা নিয়ে
হাঁটতে হাঁটতে এখন সদর দরজায়
উঠোনে বোশেখের রোদ মাথায় করে
কাঠের উনুনে তুমি আমাদের ভাত রাঁধছো ।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..