মা

হরিৎ বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
মা

নামতে
নামতে
নামতে
উড়োজাহাজ একসময় মাটি ছুঁলো
সেখান থেকে ঝড়ের গতিতে ট্রেন ছুটছে
তারপর
পালিকাবাজার থেকে বাস ছুটল
জামপুরে এসে বাস অটোয় তুলে দিল

ব্যাগের বোঝা নিয়ে
হাঁটতে হাঁটতে এখন সদর দরজায়
উঠোনে বোশেখের রোদ মাথায় করে
কাঠের উনুনে তুমি আমাদের ভাত রাঁধছো ।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ