নাগরিকত্ব
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নামতে
নামতে
নামতে
উড়োজাহাজ একসময় মাটি ছুঁলো
সেখান থেকে ঝড়ের গতিতে ট্রেন ছুটছে
তারপর
পালিকাবাজার থেকে বাস ছুটল
জামপুরে এসে বাস অটোয় তুলে দিল
ব্যাগের বোঝা নিয়ে
হাঁটতে হাঁটতে এখন সদর দরজায়
উঠোনে বোশেখের রোদ মাথায় করে
কাঠের উনুনে তুমি আমাদের ভাত রাঁধছো ।
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..
তোমায় নিয়ে বাঁচি একদিন আমাদের পৃথিবীটাকে সূর্যসমেত গিলে খাবে একটা কালো বিন্দু সেদিন কি পুরো…..