আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
নামতে
নামতে
নামতে
উড়োজাহাজ একসময় মাটি ছুঁলো
সেখান থেকে ঝড়ের গতিতে ট্রেন ছুটছে
তারপর
পালিকাবাজার থেকে বাস ছুটল
জামপুরে এসে বাস অটোয় তুলে দিল
ব্যাগের বোঝা নিয়ে
হাঁটতে হাঁটতে এখন সদর দরজায়
উঠোনে বোশেখের রোদ মাথায় করে
কাঠের উনুনে তুমি আমাদের ভাত রাঁধছো ।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..