মিথুনের কবিতা

মিথুন হোসেন
কবিতা
Bengali
মিথুনের কবিতা

এখন পাখি কি গাছে নাকি বিছানায়?
সেখানেও কি পিছু নেয় ছায়া?
নিয়ে যাবে যেখানে চিন্তার মৃত্যু ঘটে রোজ,
অন্ধকারের মাঝেও যেখানে থাকে না কোন মায়া।
নিয়ে যাবে আমায়? ঠিক সন্ধে নামার আগে,
যখন ব্ল্যাক স্টিল্ট নেচে উঠবে অর্কেস্ট্রা বাজিয়ে।
ঠিক বসন্তের শেষ দিনে,
নীরবে আমিও চলে যাব বন্দর সাজিয়ে।

দুই.

শীতেরও একটা আলাদা আলো আছে
সেই আলোয় ধরা পড়ে একটা প্রাচীন দুর্গ ।
সকালের কুয়াশায় নিঃশব্দ প্রাচীর দাড়ানো
সেই নিঃশব্দের স্থিরতায় আজ আমি বিরক্ত।
সবাই কি ঘুমাচ্ছে ?নাকি শব্দ সঞ্চয় করছে?
আমার তো কিছুই নেই! দাওনা কিছু শব্দ!

তিন.

তাপ আজ ছড়াচ্ছে উত্তাপ
চাঁদ ও ঠান্ডা করতে পারছে না।
বাতাসের সাথে চলছে স্বপ্নের লড়াই
কয়লা ঝড়াচ্ছে আজ সাদা অশ্রু।
দুর্নীতিবাজ কৃমিরাও কুপোকাত
কিন্তু আমি চাই ওরা যেন না মরে ।
শীতকালের নিষ্টূর তিক্ত হিসেবে
আমি এদের ঘৃণা করতে চাই।
এরা আবার বরফ নিয়ে আসে
সবচেয়ে সুন্দরী মহিলা তখন ভুত।
অনুসন্ধানে ব্যস্ত শিখর স্কুলের ছাত্ররা
পৃথিবী একদিন জ্বলবে তাদের উত্তাপে।
এজন্য প্রয়োজন একটি দীর্ঘ জ্বালানী
এজন্য প্রয়োজন একটি দীর্ঘ জ্বর।

চার. 

রাতের আঁধারে নেচে উঠছে মেষ শাবকেরা
প্রেমিক প্রেমিকারা হচ্ছে ক্রুশবিদ্ধ ।
মুহূর্তের তাপে গলে যাচ্ছে পর্বতমালা
প্যাশনগুলোও মস্তিস্কের ঘূর্ণয়মান চাপে কক্ষচুত্য।
নিয়ন্ত্রনহীন ব্যস্তবতার সাথে বাড়ছে মৃতের সংখ্যা
নরকে জন্ম নিচ্ছে রঙ বেরঙের আবেগ।
হোলি খেলায় মেতে উঠছে ঈশ্বর
আর সেই সাথে মৃত্যু ঘটছে বাদামী চটকের।

পাঁচ.

এটা খুব বিপদজনক
তারপরো আমি একটা চুমু প্রত্যাশা করছি।
একটা সহজ চুমু,
আবার সহজ ও নয়।
আমাকে ধরল কখন?
রাত কি আজ শুন্য?
আমি ভ্যান করি।
হাসতে হাসি
মাঝে মাঝে বসি।
কেউ আমাকে প্রত্যাখান করছে
যখন চারপাশে চাই।
কখনো কখনো জীবন ক্লান্তিকর
কখনো বিদ্রোহ।
বিরক্তিকর বাধ্যবাধকতার সাথে জীবনের দ্বন্দ্ব
যা আমি মেনে নিতে অনিচ্ছুক।
রাতের বেলা যখন আমি ক্লান্ত
তখন চাঁদের পরিবর্তন দেখি।
নক্ষত্র তার অস্তিত্ব প্রকাশ করে
আলোকিত হিসেবে।
কিন্তু আমি ঘুমিয়ে ভাবি
জীবন অনেক সুন্দর ছিল।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ