বাংলা
( কোরাস ) বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ বাংলা আমার মাতৃভাষা, বাংলা…..
যন্ত্রণা মুদ্রিত হয়। ক্রীড়া ভেঙে ভেঙে ধূলিসাৎ। জঙ্গল পেরিয়ে যায় শোক। ঝড় ভাঙে গাছের ডালে।
এদিকে তাকাও অমিল
নেশা ঝিম মাঝরাতে আয়নায় ওঠানামা করো
খালি হাত ধরে দেখো তো অসংখ্য শূন্য একজোটে সূর্য হয়ে উঠছে কি না!
এখনও নিজেকে ভয়! এখনও বলা হয়নি! পাঁচিল দেখলেই বিড়াল হওয়ার ইচ্ছেদের কথা।
জীবনের সারাংশ বলতে ততটুকুই
যতটা বহুদূর
ছোট ছোট ছোট ছোট পদক্ষেপ
আর যেটুকু ভালোবাসা
মিথ্যা সমাচার।
মৃত্যু’কে বলি কোল পেতে দাও
জীবন’কে বলি আগলে রাখো।
সকাল এমনিই আসে, যায়। মেনে নেওয়া’র পাঠ্যক্রম সিলেবাস বহির্ভূত। শিখে যে কীভাবে ছিলাম। আর মন পাহারার পরিবর্তে একাই ছুটে ছুটে পৌঁছে গেল স্বাগতম না জানানো ঠিকানায়।
মনে পড়া উত্তম-মধ্যম বেকায়দায় ফেলছে যখন তখন। বড় রাস্তা পার হতে গেলে এখনও অবচেতনে স্পর্শ হাতড়ায় আঙুল। একা তো সেভাবে হওয়াই হল না এই করে।
শুধু সমস্ত শোক উহ্য রেখে মশগুল হল সঙ্গীত। ডানা মেলায় ভুল নেই কোনও। পুড়ে যেতে যেতে ধোঁয়াও তো সেই আকাশের দিকেই দলছুট। কী কথা যে বলব কীভাবে! বুঝি না ছাই।
এই চুপ চুরি করো, ধাওয়া! চিন্তা চিনতে চেনাতে উভয়পক্ষই চূড়ান্ত পাগলামিতে স্বাক্ষর। নিরক্ষর মৃত্যু হাতড়াতে হাতড়াতে হাতেনাতে উঠে আসছে দেশলাই। মোমবাতিতে আদর হবে বলে।
( কোরাস ) বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ বাংলা আমার মাতৃভাষা, বাংলা…..
এমন বৃষ্টির দিনে যে ছবি আঁকে নদীজল এমন বৃষ্টির দিনে স্মৃতিকে জড়িয়ে ধরি, পোশাকে তুমি।…..
ঝরাপাতা তোমার চলে যাওয়া আমাকে ব্যথিত করে না, ঝরাপাতাদের নিঃশব্দ আর্তনাদে রয়ে গেছে তোমার উপস্থিতি।…..
১. বেকার জীবন মেয়েটা আজ আট-আটটি বচ্ছর বেকার! গতকালের ইউরিন টেস্ট রিপোর্ট পজিটিভ… ২. স্বপ্ন…..