মিথ্যা সমাচার

শম্পা মাহাতো
ধারামুক্ত কবিতা
Bengali
মিথ্যা সমাচার

অমিল

যন্ত্রণা মুদ্রিত হয়। ক্রীড়া ভেঙে ভেঙে ধূলিসাৎ। জঙ্গল পেরিয়ে যায় শোক। ঝড় ভাঙে গাছের ডালে।

এদিকে তাকাও অমিল

নেশা ঝিম মাঝরাতে আয়নায় ওঠানামা করো

খালি হাত ধরে দেখো তো অসংখ্য শূন্য একজোটে সূর্য হয়ে উঠছে কি না!

 

মিথ্যা সমাচার

এখনও নিজেকে ভয়! এখনও বলা হয়নি! পাঁচিল দেখলেই বিড়াল হওয়ার ইচ্ছেদের কথা।

জীবনের সারাংশ বলতে ততটুকুই
যতটা বহুদূর
ছোট ছোট ছোট ছোট পদক্ষেপ

আর যেটুকু ভালোবাসা
মিথ্যা সমাচার।

 

কাঙাল

মৃত্যু’কে বলি কোল পেতে দাও
জীবন’কে বলি আগলে রাখো।

 

জন্ম

সকাল এমনিই আসে, যায়। মেনে নেওয়া’র পাঠ্যক্রম সিলেবাস বহির্ভূত। শিখে যে কীভাবে ছিলাম। আর মন পাহারার পরিবর্তে একাই ছুটে ছুটে পৌঁছে গেল স্বাগতম না জানানো ঠিকানায়।

মনে পড়া উত্তম-মধ্যম বেকায়দায় ফেলছে যখন তখন। বড় রাস্তা পার হতে গেলে এখনও অবচেতনে স্পর্শ হাতড়ায় আঙুল। একা তো সেভাবে হওয়াই হল না এই করে।

শুধু সমস্ত শোক উহ্য রেখে মশগুল হল সঙ্গীত। ডানা মেলায় ভুল নেই কোনও। পুড়ে যেতে যেতে ধোঁয়াও তো সেই আকাশের দিকেই দলছুট। কী কথা যে বলব কীভাবে! বুঝি না ছাই।

এই চুপ চুরি করো, ধাওয়া! চিন্তা চিনতে চেনাতে উভয়পক্ষই চূড়ান্ত পাগলামিতে স্বাক্ষর। নিরক্ষর মৃত্যু হাতড়াতে হাতড়াতে হাতেনাতে উঠে আসছে দেশলাই। মোমবাতিতে আদর হবে বলে।

শম্পা মাহাতো। কবি ও প্রকৌশলী। জন্ম- ১৯৮৫ খ্রিস্টাব্দ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগণায়। ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করেছেন। JIS College Of Engineering-এ চাকরি করছেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ