শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
প্রস্থান
প্রস্থানের সাথেই বন্ধুত্ব
মূলত মানুষ প্রান্তজন,
থেকে যাওয়া ক্ষণিকের
নিয়তি মানে না অভাজন!
তুমি কাকে রেখে যাবে
কে তোমায় রাখবে মনে,
কার প্রেমে রয়ে যাবে তুমি
রয়ে যাবে কার অভিমানে!
রবে না, চলে যাওয়া নিয়তি
মানুষ বিষাদের নিয়তিবদ্ধ,
এই দৃশ্য বেঁচে থাকা আছি
সবকিছু প্রস্থানে অবরুদ্ধ।
ক্ষুদ্রতা
এতই ক্ষুদ্র আমি, অদৃশ্য প্রায়
চোখের বালি, যন্ত্রণা দেয়, দেখা নাহি যায়…
২
অ্যামিবা হয়ে যাই, অদৃশ্য জীব
দৃশ্যময় ক্যানভাসে সে দারুণ উদগ্রীব
৩
লিলিপুট আমি, দৃশ্যচিত্রে তার
রোল, ক্যামেরা, অ্যাকশন কিছুতেই নেই যার
৪
ছোট হতে হতে প্রায় মিশে গেছি
অন্ধ মানুষ শিলালিপি খোঁজে তবু মিছামিছি
৫
দেখতে পাও মাইক্রোস্কোপিক চোখ
আমি অন্য অন্ধকার এক তুমি তো আলোক
ট্র্যাশ
তুমি জানতে চাইলে কেমন, বললাম ট্র্যাশ
সত্য বলি, নির্মোহ, বদল করেছি অভ্যেস…
২
মলাটবদ্ধ হবে লেখা, আয়নায় যেমন মুখ
শরীর, সে তো সারে, হৃদয়বদ্ধ হয় অসুখ…
৩
কীভাবে যে ডাকি, গলায় অসুখ, বন্ধ
শুনবে কি সে টেলিপ্যাথি, সনির্বন্ধ
৪
ইনসমনিয়া জাগায়, কখনো রাগায়, চুপ
দূরে ডাকে ঘুম, অপরূপ
ঘুমের ওষুধ চাই,
তুমি নাই…
৫
হায় কৈশোর, তার এলোচুলে আটকায় মেঘ
বুক পকেটে জমা যত আবেগ
কখন হারায়
ঘড়িটার আজ অ্যালার্ম উৎসব
হারানোর অনুভব
আলগোছে খুব নাড়ায়
মিরর ইমেজ
বৃষ্টিটা অসহ্য লাগছে, কত আর কান্না শোনা যায়
বৃষ্টিতে তার ভেজা গা, অসহ্য জলেতে হারায়…
২
কাকে ভালোবাসি জানি না, তোমাকে জানি
অথচ তোমার দ্রোহকাল, তুমি অভিমানী…
৩
তুমি বই হয়ে যাবে, ফেব্রুয়ারির মেলায়
মলাটে বদ্ধ হচ্ছো না নিজের হেলাফেলায়
৪
পঠিত বই তুমি, পাঠোদ্ধারহীন দুর্বোধ্য খুব
বিভ্রান্ত হয়েছি প্রচ্ছদে, ছবিটা অপরূপ…
৫
তোমাকে প্রকাশ করে এমন দুঃসাধ্য কার
কার রয়েছে অতটা সাহস, ততটা হাহাকার
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..