নদী যেখানে
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
এক গম আহ কী তো হাজারোকে ঘর জ্বলে
রুখতে হ্যায় ইশকমে এহ অসর হম জিগর জ্বলে।
একটা বেদনায় যখন হাজার ঘর জ্বলে, পোড়ায় অনল
রুখতে পারে সেই প্রেমিক যার হৃদয়ে জ্বলে প্রেমানল।
২
জিন্দেগি ইয়ু ভি গুজর হি যাতি
কিউ তেরা রাহ গুজর ইয়াদ আয়া?
আমার জীবন তো কেটেই যেত এমনি করে
কেন তোমার বিস্মৃত পথের কথা মনে পড়ে?
৩
পুছতে হ্যায় উয়ো, কে গালিব, কৌন হ্যায়
কোয়ি বাতলাও, কে হাম বাতালায়ে ক্যায়া?
প্রশ্ন করেন তিনি, গালিব কে, কোন সে জন
দেখাক কেউ, কী আর বলি নিজের আপন?
৪
ইশরতে কাতরা হ্যায় দরিয়ামে ফানা হো যানা
দরদকা হদসে গুজরনি হ্যায় দাওয়া হো যানা।
জলের ফোঁটা হও, সমুদ্রে মিশে যাও সমুদ্র হয়ে
ব্যথা অসহ্য হলে ওষুধ হও, ঠিক নিরাময় নিয়ে।
৫
বেদরও দিওয়ারকা এক ঘর বানানা চাহিয়ে
কোয়ি হসায়াহ নহ হো অওর পাসবা কোয়ি নহ হো।
এমন এক ঘর বানাতে চাই দেয়াল আর দরোজা ছাড়া
পড়শি থাকবে না কোন জন, থাকবে না দ্বারেও পাহারা
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
ঝড়ের মুখে আমরা সবাই দাঁড়িয়ে! ঝড় এসেছে, ঝড় আসছে- ঝড়! ফেস্টুনটাকে ভাগাতে ভাগেতে তেড়ে আসছে…..
মাধুকরী জানলা দিয়ে ভিক্ষুকের মতো চাঁদ উঁকি দেয় রমণীর শরীরী হরফে। রাত্রির নগ্ন পেয়ালায় মহুয়া…..
উনি আমাদের গেরামকেএলেন, আমাদের দাওয়ায় বসলেন, আমার ঘরে দাওয়াত খেলেন। যাবার আগে, আমার ল্যাংটা, নাকে…..