বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
এক গম আহ কী তো হাজারোকে ঘর জ্বলে
রুখতে হ্যায় ইশকমে এহ অসর হম জিগর জ্বলে।
একটা বেদনায় যখন হাজার ঘর জ্বলে, পোড়ায় অনল
রুখতে পারে সেই প্রেমিক যার হৃদয়ে জ্বলে প্রেমানল।
২
জিন্দেগি ইয়ু ভি গুজর হি যাতি
কিউ তেরা রাহ গুজর ইয়াদ আয়া?
আমার জীবন তো কেটেই যেত এমনি করে
কেন তোমার বিস্মৃত পথের কথা মনে পড়ে?
৩
পুছতে হ্যায় উয়ো, কে গালিব, কৌন হ্যায়
কোয়ি বাতলাও, কে হাম বাতালায়ে ক্যায়া?
প্রশ্ন করেন তিনি, গালিব কে, কোন সে জন
দেখাক কেউ, কী আর বলি নিজের আপন?
৪
ইশরতে কাতরা হ্যায় দরিয়ামে ফানা হো যানা
দরদকা হদসে গুজরনি হ্যায় দাওয়া হো যানা।
জলের ফোঁটা হও, সমুদ্রে মিশে যাও সমুদ্র হয়ে
ব্যথা অসহ্য হলে ওষুধ হও, ঠিক নিরাময় নিয়ে।
৫
বেদরও দিওয়ারকা এক ঘর বানানা চাহিয়ে
কোয়ি হসায়াহ নহ হো অওর পাসবা কোয়ি নহ হো।
এমন এক ঘর বানাতে চাই দেয়াল আর দরোজা ছাড়া
পড়শি থাকবে না কোন জন, থাকবে না দ্বারেও পাহারা
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..