মুজিব ইরমের কবিতা

মুজিব ইরম
কবিতা
মুজিব ইরমের কবিতা

নীলাকুরঞ্জি ফুল

ফুটেছে যে নীলাকুরঞ্জি ফুল
নীলগিরি জুড়ে
দেখে দেখে ভেবেছি তোমাকে
আহা
১২ বছরের পর
যেন তুমি ফুটে আছো
তোমাকে দেখি না আমি
আরো ১২ যুগ ১২ মাস ১২ বছরের পর…

ফুটে আছো নীলাকুরঞ্জি ফুল
আহা
১২ বছরের পর…

 

পুথিকর

খাগের কলমে আমি লিখে যাচ্ছি নাম
ভূর্যপত্রে কার যেন
ভেসে ওঠে মুখ
আলেয়া
আলেয়া
ডাকি আমি
আমার মায়ের নাম প্রতিধ্বনি হয়…

আমি তো বধির অন্ধ সেই পুথিকর
দুঃখিনী মায়ের পুত
নির্বাসনে এঁকে যাই নাম, মায়ের সুনাম।

মুজিব ইরম-এর জন্ম মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামে, পারিবারিক সূত্র মতে ১৯৬৯, সনদপত্রে ১৯৭১। প্রকাশিত কাব্যগ্রন্থ: মুজিব ইরম ভনে শোনে কাব্যবান ১৯৯৬, ইরমকথা ১৯৯৯, ইরমকথার পরের কথা ২০০১, ইতা আমি লিখে রাখি ২০০৫, উত্তরবিরহচরিত ২০০৬, সাং নালিহুরী ২০০৭, শ্রী ২০০৮, আদিপুস্তক...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..