বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ফুটেছে যে নীলাকুরঞ্জি ফুল
নীলগিরি জুড়ে
দেখে দেখে ভেবেছি তোমাকে
আহা
১২ বছরের পর
যেন তুমি ফুটে আছো
তোমাকে দেখি না আমি
আরো ১২ যুগ ১২ মাস ১২ বছরের পর…
ফুটে আছো নীলাকুরঞ্জি ফুল
আহা
১২ বছরের পর…
খাগের কলমে আমি লিখে যাচ্ছি নাম
ভূর্যপত্রে কার যেন
ভেসে ওঠে মুখ
আলেয়া
আলেয়া
ডাকি আমি
আমার মায়ের নাম প্রতিধ্বনি হয়…
আমি তো বধির অন্ধ সেই পুথিকর
দুঃখিনী মায়ের পুত
নির্বাসনে এঁকে যাই নাম, মায়ের সুনাম।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..