প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ফুটেছে যে নীলাকুরঞ্জি ফুল
নীলগিরি জুড়ে
দেখে দেখে ভেবেছি তোমাকে
আহা
১২ বছরের পর
যেন তুমি ফুটে আছো
তোমাকে দেখি না আমি
আরো ১২ যুগ ১২ মাস ১২ বছরের পর…
ফুটে আছো নীলাকুরঞ্জি ফুল
আহা
১২ বছরের পর…
খাগের কলমে আমি লিখে যাচ্ছি নাম
ভূর্যপত্রে কার যেন
ভেসে ওঠে মুখ
আলেয়া
আলেয়া
ডাকি আমি
আমার মায়ের নাম প্রতিধ্বনি হয়…
আমি তো বধির অন্ধ সেই পুথিকর
দুঃখিনী মায়ের পুত
নির্বাসনে এঁকে যাই নাম, মায়ের সুনাম।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..