আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
সেইসব কথা বলি যা তোমার প্রিয়।
শুনতে শুনতে তোমার ডানা জন্মায়।
তুমি আকাশ ও আগুনের কাছে যাও।
মিথ্যা বলতে বলতে আমার মুখও
বদলাতে থাকে, রূপান্তরিত হয়।
এখন ফুলের বদলে কাঁটা ও জলের বদলে বালিই
আমার অভ্যাস। এখন গানের কথায় চিৎকার,
চিত্র বলতে হিজিবিজি রেখা,আঁকিবুকি!
পাতাগুলো তুলে ধরি এসো
বিকশিত হই ঐ গাছেদের মতো।
সৃষ্টিলগ্নে সেই এসেছিল, তার কাছে
কতশত স্মৃতি জীবনের!
বীজের ভিতর থেকে কথা বলে
আলোর ভাষায়, আর আমি
কাজে কম, কথা শুধু বলেছি বিস্তর!
রাতভর গান-নাচ, দিনে হয় লাস্য।
হায়নার হাসি আর শেয়ালের হাস্য।
এই আছে, এই নেই আমাদের সন্ধান।
বদলাই রং, হয় পাবলিক হয়রান।
কার টাকা কোথা যায় সে বিশাল ফর্দ,
পারবে তা বুঝতে কে এমন মর্দ?
বাঁদরের পিঠে ভাগ চলিতেছে দিব্য
আমাদের নিয়ে লেখা হবে মহাকাব্য।
নিভন্তপ্রায়,
তবুও কিছু বুকে ছিল আগুন।
আমাকেই গেছে পুড়িয়ে
পোড়ায় নি অন্যকে।
জাপটেও ছিল যারা
গেছে তারা বহু দূরে;
পাইনি তো টের,হয়ত
ডুবেই ছিলাম ঘুমে।
মিথ্যা,যাকে সুখ ভেবেছি
জীবনটা জুড়ে ফাঁকি।
কায়া ভেবে ছায়া, সাথে
আনন্দতে থাকি!
প্রদোষে ঘনিয়ে
এলো যে কালবোশেখি,
ভস্ম হয়ে সে
ছড়িয়ে যাওয়া কেউ জানে কি?
আমাদের কথা কেন শুনবে?
কালো -বেঁটে, ধুলো -কাদামাখা,
রোদপোড়া দেহ আমাদের।
গাছ ভালোবাসি,শহরে থাকিনা।
জঙ্গলকেই মা বলে জানি।
কন্দ ও মোটা চালের ভাত খাই।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..