শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
মূল্যায়ন
বিষাদের বুক ছিঁড়ে আলো অস্তমান
প্রজ্জ্বলিত বহ্নিশিখা চির দীপ্তিময়
আবেগের হুতাশনে বৈরাগী জীবন
যৌবন জোয়ারে ভাটা নিরবে অম্লান।
সম্পর্কের মাপকাঠিতে নীতি মূল্যায়ন
বিন্দু জলে উর্মিমালী সৃষ্ট বিচরণ।
হাতছানি অধরা স্বপ্নে চৈতন্যে মনন
অনুতাপে জর্জরিত অস্তিত্বে হনন।
একমুঠো সুখ প্রত্যাশা তৃষ্ণার্ত হৃদয়ে
অতৃপ্ত অভিলাষ সাধনে নিত্য নেত্রজল।
সান্ত্বনার বাণী সেথা আলোর ঝলকানি,
পাথরের বুকে কাঁদে প্রেম অবিরল।
দাগ
দুর্গন্ধে ভাসে যৌবনের ফুল
অভিলাষে লালসার শিকার,
অভিশপ্ত প্রাণে পাপের ফসল
পরিচয়ের দায়ে হুকার।
অপবাদে ভ্রষ্টচারী কালিমা
অঙ্গে মূর্ত গাত্রাবরণ,
নিষ্করুণ সমাজে শিকলের কড়া
নিঃসঙ্গ অক্লিষ্ট নিস্ফল অভিপ্রায়।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..