মূল্যায়ন

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
মূল্যায়ন

মূল্যায়ন

বিষাদের বুক ছিঁড়ে আলো অস্তমান
প্রজ্জ্বলিত বহ্নিশিখা চির দীপ্তিময়
আবেগের হুতাশনে বৈরাগী জীবন
যৌবন জোয়ারে ভাটা নিরবে অম্লান।
সম্পর্কের মাপকাঠিতে নীতি মূল্যায়ন
বিন্দু জলে উর্মিমালী সৃষ্ট বিচরণ।
হাতছানি অধরা স্বপ্নে চৈতন্যে মনন
অনুতাপে জর্জরিত অস্তিত্বে হনন।

একমুঠো সুখ প্রত্যাশা তৃষ্ণার্ত হৃদয়ে
অতৃপ্ত অভিলাষ সাধনে নিত্য নেত্রজল।
সান্ত্বনার বাণী সেথা আলোর ঝলকানি,
পাথরের বুকে কাঁদে প্রেম অবিরল।

দাগ

দুর্গন্ধে ভাসে যৌবনের ফুল
অভিলাষে লালসার শিকার,
অভিশপ্ত প্রাণে পাপের ফসল
পরিচয়ের দায়ে হুকার।

অপবাদে ভ্রষ্টচারী কালিমা
অঙ্গে মূর্ত গাত্রাবরণ,
নিষ্করুণ সমাজে শিকলের কড়া
নিঃসঙ্গ অক্লিষ্ট নিস্ফল অভিপ্রায়।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

যাযাবর

যাযাবর

যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..