মৃত্যুর দোরগোড়ায়

সুব্রত নন্দী
কবিতা
Bengali
মৃত্যুর দোরগোড়ায়

অঙ্কের সমাধান

জীবনের অঙ্কটা বড্ড কঠিন,
কেমন ক’রে ফিরবে সুদিন?
গুণিতকের সাথে সমস্যা বাড়ায়,
ভাগফলে গেলে বাদের খাতায়।
যোগের মাঝে দুর্ভোগের ভয়,
বিয়োগফলে জীবন সংশয়।
ব্রাকেটের মধ্যে জীবন রাখলে,
একাকীত্বের দর্শন সময়ে মেলে।
সমানুপাতিক ভাবে এগিয়ে চলো,
ব্যাস্তানুপাতিক চিন্তা ছুঁড়ে ফেলো।
হরের(হরি) সাথে থাকো রে ভাই,
লবের(নীচ) কোনো প্রয়োজন নাই।
সিঁড়ি ভাঙ্গা অঙ্কের খেলা,
হড়কে গেলেই আঁধারে চলা।
হিসেবের অঙ্ক মেলেনি কভু,
অঙ্কের সমাধানে তুমিই প্রভু।

মৃত্যুর দোরগোড়ায়

আষাঢ়ের মেঘে ঢেকেছে দিগন্ত,
ঋতু পরিবর্তনে রাতের আঁধার।
দুকূল ছাপিয়ে ঢেউয়ের উচ্ছ্বাস,
প্লাবনে ভাসছে স্মৃতির সংসার।

সম্মুখে দাঁড়িয়ে বিষণ্ণতার নিদান,
হলুদের প্রাধান্য মৃত্যুর ঠিকানায়।
সালোকসংশ্লেষে ফেরেনি সবুজ,
আশ্রিত মন অস্তিত্বহীন আস্তানায়।

বিহ্বলিত মন পরিযায়ী পাখি,
শূন্য কাঠামো মুক্তির আকাশে।
চন্দন তিলকে সুসজ্জিত দেহ,
নির্লিপ্ত মন মুক্তির অবকাশে।

ভাঙার ব্রত

দুঃস্বপ্নের রাত্রিযাপন,
ভাঙার ব্রতে মেতেছি এখন।
অনড় অবস্থানের জবানবন্দী সর্বত্র,
শৃঙ্খলা ফেরাতে শৃঙ্খলার শিকলে আবদ্ধ।

দুর্বিষহের সহাবস্থান,
ধ্বংসের খেলায় মেতেছি এখন।
অসহনশীলতার সাথে যুক্ত সবাই,
সুস্থ সংস্কৃতির মাঝে অপসংস্কৃতির গন্ধ।

সন্ধিহানের বাতাবরণ,
রঙের খেলায় মেতেছি এখন।
রাম রহিমের তফাতে করছি বড়াই,
সম্প্রীতির মাঝে সাম্প্রদায়িকতায় অন্ধ।

পরিসমাপ্তি

বিষণ্ণ যাত্রাপথের শেষাংশ নিভিয়ে দাও;
আমি আর স্বপ্নের ক্যানভাস দেখতে ইচ্ছুক নই।
এখন দুঃস্বপ্নরা সম্মুখে আসছে অমাবস্যার চাঁদের মতো–
কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাও।
জানি চাঁদেরও কলঙ্ক থাকে!
কিন্ত পূর্ণিমায় সে-ও তো উদ্ভাসিত;
এমনকি আসমুদ্র জলরাশির জোয়ার ভাঁটাকে প্রভাবিত করে;

কিন্তু আজ আর কেউ প্রভাবিত হয় না!
আজ ন্যূনতম দাবিও কারোর নেই;
পাঁজর ভাঙ্গা জীর্ণশীর্ণ অস্থিসার কাঠামোর বিন্দুমাত্র ভূমিকা নেই।
আমি ডাইরির শেষ পর্বের যবনিকাপাত চাই।
তুমি আজ অন্তত মুখ ফিরিয়ে রেখো না।
আমাকে সুস্থ সংস্কৃতির সাথে ওপারে বাঁচতে দাও।

সুব্রত নন্দী। কবি। জন্ম, ৩১ শে আগস্ট ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ারে। বর্তমান নিবাস- কলকাতা। পেশাগতজীবনে ভারতীয় রেলওেয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ার।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..