মেঘের ব্যথায় বৃষ্টির কথা

নবমিতা দত্ত
কবিতা
Bengali
মেঘের ব্যথায় বৃষ্টির কথা

অন্য আকাশে

একটা আকাশ রেখেছিলাম,
একটা আলাদা আকাশ
আলো ছায়ার খেলা ছিলো, রামধনুও ছিলো,
আর ছিলো উজার হওয়ার কামনা,
সেই আকাশ জুড়ে একটা অন্য আকাশ ছিলো তার জন্য।

সে কেমন নিক্তি মাপা মানুষ!
বৃষ্টি ভেজা মাতাল হাওয়া নয়।
ভালোবাসায় ওজন ছিলো ভারি!
সে ছিলো বড্ড ভালোমানুষ।
তাকে আকাশ দেওয়া যায়
সেই আকাশের সূর্য তারা সব,
সেই আকাশের যতো ছায়াপথ
সেই আকাশের অগাধ শূন্যতা,
সবটা তারই ছিলো।

মেঘের ব্যথায় বৃষ্টির কথা

ভাবছ তুমি, আকাশ কালো
মেঘ করেছে বুঝি!
মেঘ নয় ও; জমাট ব্যথা,
গুমরে থাকা মনের কথা,
বলতে চেয়েও যায়না বলা –
যে বাক্ সোজাসুজি।

দূরে কোথাও ঝাপসা পাহাড়
বৃষ্টি আকাশ জুড়ে!
বৃষ্টি কি আর এমন ঝরে?
দুকূল ধুয়ে অঝোর ধারে!
বৃষ্টি নয় ও, কথার প্রপাত
বিশ্ব চরাচরে।

 

শুচিস্মিতা রা স্বপ্ন বোনে

তোকে একটা ঝর্ণা এনে দেব শুচিস্মিতা,
উচ্ছ্বল… চঞ্চল… নিষ্কলুষ…
তোর মতো
আকাশ নামিয়ে আনবো তোর পায়ের কাছে,
মেঘেরা স্তব করবে তোর কোমল পদপ্রান্তে।
তোকে একটা পাখীর বাসা এনে দেব,
শাবক পাখিরা ভালোবাসতে শিখবে তোকে দেখে!
উদ্দাম সমুদ্র তোকে উপহার দিই যদি!
পারবি তাকে ঝড়ের দাপট থেকে বাঁচাতে?
তুই তো সব পারিস
তোকে ভোরের শিশির এনে দেব দুহাত ভরে,
স্নাত হবি তুই, আমার শিশিরস্নাতা!
বসন্তের দখিন হাওয়া আঁচলে বেঁধে দেব তোর,
তুই চির বাসন্তিকা হবি।

স্বপ্ন দেখিয়েছিল রোদ্দুর
রোদেলা দিনে, মেঘলা বিকেলে,
শ্রাবণ প্রাতে,
পূর্ণিমাতেও
রোদ্দুর স্বপ্ন নিয়ে আসে
শুচিস্মিতা রা স্বপ্ন দেখতে জানে,
শুচিস্মিতা রা স্বপ্ন বুনতে জানে,
রোদ্দুরেরা আসে… যায়…
ভোর থেকে দিন গড়িয়ে রাতের কোলে লুকায়

রোদ্দুরেরা শুধু আসে.. যায়..
শুচিস্মিতা রা স্বপ্ন লালন করে।

 

শহরটো তে আন্ধার নামে

আকাশ বেয়ে আন্ধার নামে
উরা দাঁড়ায় হাটে মাঠে,
বিজলী বাতির নিচে
সবাই জানে খারাপ উরা
সবাই ঘিন্ টো করে
কেউ বুঝে না
কেন ওরা রোজ রেতে তে মরে;

আর ভদ্দর লোকের বউ বিটিরা?
উয়ারা কি খোঁজে?
লিজের মরদ ছাড়া সব্বাই ভালো বটে!
উ … শহরের মরদ মাগি যত
কেমন ধারা উল্টা পাল্টা মত।
উরা শরীল বেচে না, মন টো বেচে!
আর মনের আড়াল লিয়ে শরীরটাকেও খোঁজে
ঘরে ঘরে রাধা উদের,ঘরে ঘরে কেষ্ট
উদের জেবন আলোয় ভরা, নাই আন্ধারের কষ্ট।
তবুও নাকি সুখ টো লাই
মন লাগিয়ে পলাই পলাই

কী চায় উরা? কে তা জানে!
আমার মন টো অবাক মানে!
এই কি উদের ভালোবাসা!
এই কি পিরীত বলে?
কিছু তে কেউ সুখি টো লয়?
ইকেও খুঁজে উকেও রাখে
দুয়ের সাথেই পিরীত মাখে
উদের নাকি দুখ টো মেলা
কে জানে ই কেমন খেলা!

দুখ তো উদের সখে সাধে
মন খারাপের গপ্প ফাঁদে
ওরা তো আর জানে নাগো
প্যাটের জ্বালায় জ্বলে পুড়ে
কেমন করে ছাওয়াল কান্দে।।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ