দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
ভিজে তুই,
ভিজে ঝরে যাস,
ফোঁটায় ফোঁটায়,
আমার শরীর জুড়ে।
ভিজে ঠোঁট ছুঁই,
মিশে যেতে চাই,
গভীর থেকে,
আরও গভীরে।
শেষেই শুরু,
নাকি শুরুতেই শেষ,
তুই আজও হৃদয়ের,
লুকোনো আবেশ।
যত্নে রেখেছি তোকে,
আদুরে বারান্দায়,
মন শুধু বারবার,
ফিরে পেতে চায়।
নীরবে চলে যাবো যেদিন,
শিকড়ের শেষ প্রান্তটুকু সাথে নিয়ে,
সেদিন বুঝবে তুমি।
বুঝবে কতোটা টান পড়লো শিরা উপশিরায়।
হৃদয়ের বন্ধ কপাটিকায় রক্ত ঝরলো কতটা।
যদি পার তুমি মেপে নিও নিক্তিতে।
সেদিন বুঝবে তুমি,
তোমাকে ভালোবেসেছিলাম ঠিক কতোটা।
কবে আসবে বলোতো?
কবে আসবে তুমি?
একরাশ কাজের পাহাড় সামলিয়ে,
চর পড়ে যাওয়া নদীর তীরে,
তিরতিরে জলে পা ডুবিয়ে,
কবে বসবে পাশে?
একমাথা এলোমেলো চুল,
অযত্নে জমানো দাড়ি,
নীলচে সবুজ পাঞ্জাবি,
আর অবুঝ উদাসী দুটি চোখ।
অগোছালো তুমি কবে আসবে কাছে?
বিকেলের জলছবি আকাশ থেকে
একমুঠো রং দেবো তোমায়।
তোমাকে জড়াবো বুকের আগলে।
আলতো আঙুলে গুছিয়ে দেবো
একমাথা এলোমেলো চুল।
ভীষণ ক্লান্ত তুমি,
আবেশে চোখ বুঁজবে যখন ,
পুনর্জীবনের স্বপ্ন দেবো আমি।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..