মেপে নিও নিক্তিতে

শ্বেতা সরকার
কবিতা
Bengali
মেপে নিও নিক্তিতে

লুকোনো আবেশ

ভিজে তুই,
ভিজে ঝরে যাস,
ফোঁটায় ফোঁটায়,
আমার শরীর জুড়ে।

ভিজে ঠোঁট ছুঁই,
মিশে যেতে চাই,
গভীর থেকে,
আরও গভীরে।

শেষেই শুরু,
নাকি শুরুতেই শেষ,
তুই আজও হৃদয়ের,
লুকোনো আবেশ।

যত্নে রেখেছি তোকে,
আদুরে বারান্দায়,
মন শুধু বারবার,
ফিরে পেতে চায়।

মেপে নিও নিক্তিতে

নীরবে চলে যাবো যেদিন,
শিকড়ের শেষ প্রান্তটুকু সাথে নিয়ে,
সেদিন বুঝবে তুমি।
বুঝবে কতোটা টান পড়লো শিরা উপশিরায়।
হৃদয়ের বন্ধ কপাটিকায় রক্ত ঝরলো কতটা।
যদি পার তুমি মেপে নিও নিক্তিতে।
সেদিন বুঝবে তুমি,
তোমাকে ভালোবেসেছিলাম ঠিক কতোটা।

পুনর্জীবনের স্বপ্ন নিও তুমি

কবে আসবে বলোতো?
কবে আসবে তুমি?
একরাশ কাজের পাহাড় সামলিয়ে,
চর পড়ে যাওয়া নদীর তীরে,
তিরতিরে জলে পা ডুবিয়ে,
কবে বসবে পাশে?
একমাথা এলোমেলো চুল,
অযত্নে জমানো দাড়ি,
নীলচে সবুজ পাঞ্জাবি,
আর অবুঝ উদাসী দুটি চোখ।
অগোছালো তুমি কবে আসবে কাছে?
বিকেলের জলছবি আকাশ থেকে
একমুঠো রং দেবো তোমায়।
তোমাকে জড়াবো বুকের আগলে।
আলতো আঙুলে গুছিয়ে দেবো
একমাথা এলোমেলো চুল।
ভীষণ ক্লান্ত তুমি,
আবেশে চোখ বুঁজবে যখন ,
পুনর্জীবনের স্বপ্ন দেবো আমি।

শ্বেতা সরকার। জন্ম ১৯৭৮ সালের ফেব্রুয়ারি। স্থান, বাবার কর্মস্থল টিকিয়াপাড়া রেল কোয়াটার, হাওড়া,বাংলা, ভারত। পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে হাওড়া নরসিংহ কলেজ থেকে বায়ো-সায়েন্সে স্নাতক। ছোট বেলা থেকেই নাচ,গান, আবৃত্তি, ছবি আঁকা, ফটোগ্রাফিতে ছিল শখ। বিবাহসূত্রে খড়্গপুরের বাসিন্দা। আঞ্চলিক...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..

সীমানার শর্ত

বিজ‌য়ের সব মুহূ‌র্তেই… তার অ‌ধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন; কেউকেউ বোরকায় রমনীয় স‌ঙ্গানুসঙ্গের;…..