ফ্রেম
দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..
ভিজে তুই,
ভিজে ঝরে যাস,
ফোঁটায় ফোঁটায়,
আমার শরীর জুড়ে।
ভিজে ঠোঁট ছুঁই,
মিশে যেতে চাই,
গভীর থেকে,
আরও গভীরে।
শেষেই শুরু,
নাকি শুরুতেই শেষ,
তুই আজও হৃদয়ের,
লুকোনো আবেশ।
যত্নে রেখেছি তোকে,
আদুরে বারান্দায়,
মন শুধু বারবার,
ফিরে পেতে চায়।
নীরবে চলে যাবো যেদিন,
শিকড়ের শেষ প্রান্তটুকু সাথে নিয়ে,
সেদিন বুঝবে তুমি।
বুঝবে কতোটা টান পড়লো শিরা উপশিরায়।
হৃদয়ের বন্ধ কপাটিকায় রক্ত ঝরলো কতটা।
যদি পার তুমি মেপে নিও নিক্তিতে।
সেদিন বুঝবে তুমি,
তোমাকে ভালোবেসেছিলাম ঠিক কতোটা।
কবে আসবে বলোতো?
কবে আসবে তুমি?
একরাশ কাজের পাহাড় সামলিয়ে,
চর পড়ে যাওয়া নদীর তীরে,
তিরতিরে জলে পা ডুবিয়ে,
কবে বসবে পাশে?
একমাথা এলোমেলো চুল,
অযত্নে জমানো দাড়ি,
নীলচে সবুজ পাঞ্জাবি,
আর অবুঝ উদাসী দুটি চোখ।
অগোছালো তুমি কবে আসবে কাছে?
বিকেলের জলছবি আকাশ থেকে
একমুঠো রং দেবো তোমায়।
তোমাকে জড়াবো বুকের আগলে।
আলতো আঙুলে গুছিয়ে দেবো
একমাথা এলোমেলো চুল।
ভীষণ ক্লান্ত তুমি,
আবেশে চোখ বুঁজবে যখন ,
পুনর্জীবনের স্বপ্ন দেবো আমি।
দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..
বিজয়ের সব মুহূর্তেই… তার অধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রাতিগ বলের আসন; কেউকেউ বোরকায় রমনীয় সঙ্গানুসঙ্গের;…..
আমার প্রথম প্রেম কৃষ্ণচূড়া দ্বিতীয় প্রেম হলো ছাতিম। তুমি তবে আমার কী! তুমি যে আমার…..
এগুতে এগুতে দেখি ইচ্ছের বীজতলা অনাবাদী পড়ে আছে বয়সী প্রজাপতির কাছে কিছুই হয়নি জানা বিহ্বলতার…..