প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ভিজে তুই,
ভিজে ঝরে যাস,
ফোঁটায় ফোঁটায়,
আমার শরীর জুড়ে।
ভিজে ঠোঁট ছুঁই,
মিশে যেতে চাই,
গভীর থেকে,
আরও গভীরে।
শেষেই শুরু,
নাকি শুরুতেই শেষ,
তুই আজও হৃদয়ের,
লুকোনো আবেশ।
যত্নে রেখেছি তোকে,
আদুরে বারান্দায়,
মন শুধু বারবার,
ফিরে পেতে চায়।
নীরবে চলে যাবো যেদিন,
শিকড়ের শেষ প্রান্তটুকু সাথে নিয়ে,
সেদিন বুঝবে তুমি।
বুঝবে কতোটা টান পড়লো শিরা উপশিরায়।
হৃদয়ের বন্ধ কপাটিকায় রক্ত ঝরলো কতটা।
যদি পার তুমি মেপে নিও নিক্তিতে।
সেদিন বুঝবে তুমি,
তোমাকে ভালোবেসেছিলাম ঠিক কতোটা।
কবে আসবে বলোতো?
কবে আসবে তুমি?
একরাশ কাজের পাহাড় সামলিয়ে,
চর পড়ে যাওয়া নদীর তীরে,
তিরতিরে জলে পা ডুবিয়ে,
কবে বসবে পাশে?
একমাথা এলোমেলো চুল,
অযত্নে জমানো দাড়ি,
নীলচে সবুজ পাঞ্জাবি,
আর অবুঝ উদাসী দুটি চোখ।
অগোছালো তুমি কবে আসবে কাছে?
বিকেলের জলছবি আকাশ থেকে
একমুঠো রং দেবো তোমায়।
তোমাকে জড়াবো বুকের আগলে।
আলতো আঙুলে গুছিয়ে দেবো
একমাথা এলোমেলো চুল।
ভীষণ ক্লান্ত তুমি,
আবেশে চোখ বুঁজবে যখন ,
পুনর্জীবনের স্বপ্ন দেবো আমি।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..