আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
মৌনতার মহাকর্ষ
তুমি নক্ষত্রের মতো নিজ অবস্থানে অটুট
আমি গ্রহ হয়ে ছুটছি তোমায় ঘিরে,
ভালোবাসার মহাকর্ষীয় তীব্রতায়–
আবর্তন করছি নিজস্ব গতিপথে
প্রত্যাহিক জীবনে দ্বিধাহীন একাগ্রতায়।
তোমার ছুঁড়ে দেয়া আলোয় আলোকিত আমি
যাপিত জীবনের বর্ণিল চেতনায়,
নক্ষত্রের টানে তুমি গ্যালাক্সিওয়ে
আলোর ঝলকানিতে মহাবিশ্ব আলোকিত।
আমিত বামন গ্রহ,
কিংবা আরও দূর অবস্থানের কোনো আন্তঃগ্রহীয় ধূলিমেঘ।
ঘিরে আছি তোমার চারপাশ
একান্ত মৌনতার মহাকর্ষে।
অমোঘ নিয়তিচক্রে ইচ্ছেরা আজীবন কয়েদি।
তোমায় স্পর্শ করব সে ক্ষমতা নেই আমার
তবুও তোমায় আবর্তন করছি সময়ের নীতিগত দাবির অকাট্য নিয়মে,
তোমায় বাসনা করে চলছে বহমান জীবন
বিষয়বাসনা
একটি বা তোমার চুম্বন পেলে বেহুলা হবো,
মেনে নেব সর্পাহত বেদনায় নীল।
নিজেকে তুলে দেব অনিশ্চয়তার জীবন ভেলায়। মৃত্যুকে দেব বাহবা…
কৃতঘ্ন পাতার মতো ঝরে পড়ব তোমার
গহীনের অরণ্যে।
করতলে রেখে যাব মুগ্ধ প্রেমের এক উপাখ্যান।
তৃষ্ণার উষ্ণতায় জ্বর নামাব শরীর জুড়ে,
থার্মমিটারের পারদ উঠাব উপরে।
রক্তচাপ যন্ত্রের মর্মভেদি কাঁটা থমকে দেবো
ধমনির উলট নাচনে।
দিকভ্রান্ত নাবিক হবো,
তোমাতে নোঙর করব কারণে অকারণে।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..