হাল
সুখানুভূতি সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে। এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া। আমরা…..
যবনিকা
নিজের সঙ্গে অহরহ যে যুদ্ধ
সেই যুদ্ধে আহত নিজের মন ।
তার ভেঙে গেছে ডানা ,ভেঙে গেছে পা
উবে গেছে ওড়ার উদ্যম ।
হাজার হাজার রঙিন যে ফুল
ফুটে আছে অঙ্গনে বনে –
তার খোঁজ সে পায় না
চোখে তার বেষ্টনী বেঁড়া ।
জলছবি হারিয়ে জটিল জীবন
কৌশলে অক্ষম বানায় ।
অদৃশ্য কোন প্রতিপক্ষ ,পরিবার
মুখোমুখি বোঝাপড়া চায় না জীবন ।
অক্ষম বিচ্যুতি ঘটে প্রতি পদে
শরীরে রোগ বাসা বাঁধে ।
অত্যান্ত কৃপণ এই সমাজ , পরিবার
উপলব্ধি বোধ চেতনা।
জীবনের ওঠা- পড়া,উত্থান পতন
এখানেই উপস্থিত মশান ।
মানসিক অবস্তার শেষ অবনতি
মূখ ,বুদ্ধিহীন চৈতন্য লোপ ।
শেকড় উপড়ে ফেলা –
এখানেই হবে জীবনের শেষ যবনিকা ।
সর্ষে ক্ষেত
সর্ষে ক্ষেতে সোনার আগুন
শোনায় ফাগুন হাওয়া
চাষি ভাইদের এই ভাবেই
জীবনের গান গাওয়া ।
সোনার ফসল ফলায় তারা
রোদ বৃষ্টি জলে ভিজে
দেখবে যদি চলে এসো
খোলা মাঠে নিজে ।
হাওয়ার তালে দোলায় মাথা
নাচতে থাকে ফুল
শস্য শ্যামলা বঙ্গমাতার
সোনায় ভরা দুল ।
সুখানুভূতি সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে। এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া। আমরা…..
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..