যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
যাতনার সুখ
দুঃখের সাথে সব আনকোরা সখ্যতা গড়ে গড়ে,
আজকাল অভ্যস্ত হয়ে-ই গেছি আমি খুব করে।
বিষাদের যত নুড়িপাথর নিত্যই জমে জমে
উপত্যকার মতো উঁচু হয় রোজ মনআশ্রমে।
গোপন অসুখ হয়ে সে রয়ে যাবে অজ্ঞাতসারে,
অপ্রাপ্তির হিসেব লেখা রবে না কোন ইশতেহারে।
দুঃখ মেনেই করছি তার দ্বিধাহীন আরাধনা,
আমৃত্যু বয়েও সুখ এমন ভালোবাসার যাতনা।
জীবন
আমি জীবনের কাছে নিত্যনতুন জীবন শিখি;
উপরে শান্তির ট্যাগ ভেতরটা একদম মেকি।
জীবনের পরতে পরতে এত প্রহসন! একি’!
যেন-বা লাশকাটা ঘরের ডিটেকশন টেবিল।
ভয়াল সমুদ্রে উত্তালতার মজুদ তহবিল।
জীবন শেখাল ভুল অংক মেলাবার গোঁজামিল।
জীবন সে তো সহস্র বেদনার ট্রাভার্স স্টেশান।
কিছুটা হাসি আনন্দ মিশেলে বিশ্বস্ত পেরেশান।
জীবন আহা জীবন জয়-পরাজয়ে দ্বৈত গান।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..