যাপনের ভেতর 

রোমান জাহান
কবিতা
Bengali
যাপনের ভেতর 
যাপনের ভেতর 
কখনও বন্ধুর ফোন এলে
আকাশ আর হাওয়ার যুগলে
ঘিরে ধরে লাজুক জোনাকি,
জোছনার তীব্র আলোয় একাকী-
আকাঙ্ক্ষারা বাড়তে থাকে
অনুভূতির ভেতরে,
দ্বিধার চারিদিকে
সেইসব সম্মোহন
বিষাদের বোধ ছিঁড়ে
শুশ্রূষা নেয়,ভালোবাসা নেয়-
কুটিল জীবন-যাপনের ভেতরে!!
মনে পড়া
কাউকে মনে পড়া
এটা কি ব্যাধি?
প্রতিমুহূর্ত টুকরো হয়ে যাই
শান্ত ভোর থেকে
গা ছমছম রাত অবধি!

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..