প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
যাযাবর
যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে
ইত্যবসরে
কিছু লবণ দানাও জমা পড়েছে…
উদ্বাস্তু রোমে রোমে নুনের সমঝোতা এখন পুষিয়ে গেছে,
দিব্যি কাটে পথের দিন
পায়ে ঘুঙুর বেঁধে
প্রতিবেশ অহরহ বদলে যাওয়া,
এক জায়গা থেকে অন্য জায়গায় …
ভবঘুরে জীবন ছোটে অপর জীবন থেকে রস সংগ্রহ করতে
প্রাপ্তি-অপ্রাপ্তি, নিষেধাজ্ঞা-অবহেলা এসব আমলে নিলে
মিলবে কি পরবর্তী ছায়ার আশ্রয়,শিবির?
সমঝোতা
আর এভাবেই নিত্য সমঝোতা ষষ্ঠইন্দ্রিয়ের দখল নিতে শুরু করলে
আগ্রহ চলে যায় জীবনের প্রতি
দুটো জাহান্নম একসাথে রয়েছে যেন-
কপাল মন্দ হলে যা জোটে কুমিরি চাবুকের নিরেট সপাং,
পিঠ পেতে নিতে হয় একা
সব দহ একার তোমার
উপশম বলেও কিছু হয় না
ঘা বলেও দৃশ্যমান কিছু নেই,তবু খোঁচা অনবরত
শুকনো কাঁটার,
প্রথমত কষ্ট হয়
শেষতও কষ্টই শুধু
পাড়াপড়শী,বন্ধু-স্বজন পরিবার থেকে দূর
দুরত্ব বাড়িয়ে ভর করে শুধু
একা থাকার লীন অসুখ, মাঝখানে
ঝুলে থাকে মৃত্যুঘন্টা
সাম্য
নাতিশীতোষ্ণ অন্ধকার শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে।
সান্ধ্য জলপানের পরও
মুখের পেশিগুলো যখন অধিকাংশই নিরুত্তাপ
তখনও তাকিয়ায় হেলান দেয়া শরীরের
সাম্য মুছে দিচ্ছে দগ্ধমদির ভাপ
ঘামের বাষ্প ধমনীর সাথে জুড়ে গিয়ে
কাঁটা দেয় গ্রীবার অনু রোমে …
দংশনের কীটগুলো তখনও আঁচড়ে যাচ্ছে
আলোর জানলা।
২
তোমার কন্ঠস্বর ছাড়াই বৃষ্টি নামে যখন তখন
মনকেমন নিয়ে উড়ছে
সারির বক,অন্য দিকে আষাঢ়প্রেমীরা…
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..