যে নার্সকে পছন্দ করি

অনির্বাণ সূর্যকান্ত
কবিতা
Bengali
যে নার্সকে পছন্দ করি

যে নার্সকে পছন্দ করি সে আপেলসমেত সন্ধ্যার হুইস্কি,
তার কাছে শুনেছি আঘাত ছাড়া দুঃখরা ফরাসি যুবক হয়না।
যে নার্সকে পছন্দ করি সে ক্যামেরা হয়ে যায়
রুটি নিয়ে ছুটতে থাকি
নগ্ন রুটি কপালের ঘাম হয়ে যায়, জমাট বাঁধে জোড়া মায়ের সূর্যগ্রহণ।
যে নার্সকে পছন্দ করি সে বাণিজ্যসফল গণতন্ত্র হয়ে যায়
২০১৯ সালের ‘ভয়ঙ্কর’ গত হওয়া ভায়োলেন্স
স্তনের দিকে ছুটে আসা অহঙ্কারী যৌনজ্বর।

 

দুই

পালক নির্বাহী ক্যামেরা কাঁধে ব্লাউজে মোড়ানো সফল আপেল কিনতে যাচ্ছেন!
কে কে অভিভাবক হতে চায়, গোলাপ, মাংসের দোকান
মরুভূমির দ্বিতীয় বিয়ে
মানুষও কোনো কোনো অভিভাবকের অসুখ
ঈশ্বর এক ছদ্মবেশ মাত্র, পুরোনো ক্ষত। কাছেই প্রতিশোধ
এতো অসহায় হয়ে শোষণ করে হৃৎপিণ্ড, নতুন জাহাজে এ এক যৌনযন্ত্রণা ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন।

 

তিন

ফুটপাতে শুয়ে আছে তেরো লক্ষ পথশিশুর হৃদয়,
হৃদয়গুলোর শয্যাসঙ্গী নেই, তথাপিও বৃষ্টি হয়।
হৃদয় কোনোটা সূর্য
কোনোটা শপথ
কোনোটা পৃথিবীর প্লাটফর্ম
শিশুদের হৃদয় পথে না শোয়া পর্যন্ত পৃথিবীতে কৃষি বিপ্লব হয়নি বলে জানা গেছে!

 

চার

কেউ যখন বলে তুমি কে? বলি পাতানো বোন
বুক ছোঁয়ার কী যে ইচ্ছে জাগে, শুনেছি বুকে ন্যাচরাল প্রিয়তম, ভ্যানিটি ব্যাগের বোতাম, কিছু বিস্কুট,পালিয়ে যাওয়া রাফখাতাও থাকে।
এসব না ভেবে পাতানো বোনের বুক ছোঁয়া যায়? এসব ভাবতে ভাবতে আরো কিছু মাথাতে ভর করে, অঙ্কগাছে ঝুলে আছে কৃষিক্ষেত। কেউ তো জানেনা প্রতিপক্ষের সম্পর্ক আর সূর্য ডুবে যাওয়ার ষড়যন্ত্র।
তোমার দেহে রঙ, ঝরছে তোমার কাঁধে মালাউন খোঁপাফুল।

 

পাঁচ

তুমি মরিয়ম হও, যিশু আসুক। আয়না ভেঙে আমি নিঙ্গরে নেবো স্বাদ
লোকে বলবে ঈশ্বর
আসলে দেহটা আসল
তোমার বুকে যে পাহাড় তা এগিয়ে দেবে, প্রচণ্ড ব্যথা হলে হঠাৎ সুখ
আমি চিৎকার করবো বিরক্ত করোনা
যীশু
যীশু
বালিকা শব্দটি সামাজিকতা নয়।

অনির্বাণ সূর্যকান্ত। কবি। জন্ম বাংলাদেশের কুমিল্লা জেলায়। লেখাপড়া করেছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে। মূলত: কবি, কবিতাই তাঁর প্রাণ। কবিতা দিয়েই তিনি পৃথিবীকে জানতে চান। বোহেমিয়ান জীবনে হেন কোন কর্ম নেই করেন নি! কৃষক হয়েছেন, মুদি দোকানের কর্মচারী হয়েছেন, হোটেলের কর্মচারী হয়েছেন,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..